আইটি চাকরির উন্নতি করতে যে কোর্সগুলো এখন করা জরুরি
যাঁরা তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গঠনের চিন্তা করছেন, তাঁদের গতানুগতিক ধারার বাইরে যেতে হবে। একসময় শুধু কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হলেই চাকরি পাওয়া যেত। এ ছাড়া কাজ করতে করতে অনেক বিষয় শিখে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু এখন ক্যারিয়ারে উন্নতি করতে হলে নতুন প্রযুক্তি দক্ষতাগুলো আগে থেকেই আয়ত্ত করতে হবে। বর্তমান দক্ষতার সঙ্গে সঙ্গে নতুন প্রযুক্তি দক্ষতাগুলো না আয়ত্তে আনতে পারলে প্রতিষ্ঠানে নতুন দায়িত্ব ও উন্নতি করা সম্ভব নয়। এ কারণে নতুন দক্ষতাগুলো শিখতে সময় বের করতে হবে। নিজের দক্ষতা বাড়ানোর জন্য অবশ্য চাকরি ছেড়ে আবার ক্লাসরুমে ফেরত যাওয়ার প্রয়োজন পড়ে না এখন। চাইলে অনলাইনেই বিভিন্ন কোর্স করে নিজের দক্ষতাগুলোকে বাড়িয়ে নেওয়া যায়। সম্প্রতি বিশ্বজুড়ে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলোয় কয়েকটি কোর্সের চাহিদা ব্যাপক বেড়েছে। কোরসেরাতে থাকা জনপ্রিয় ১০টি প্রযুক্তিবিষয়ক কোর্সের তালিকা দেখে নিন:
১. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেশিন লার্নিং
২. মিশিগান বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং ফর এভরিবডি (গেটিং স্টার্টড উইথ পাইথন)
৩. ম্যাকমাস্টার ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোর লার্নিং হাউ টু লার্ন
৪. জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের আর প্রোগ্রামিং
৫. প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অ্যালগরিদমস, পার্ট–১
৬. ডিপলার্নিং ডটএইয়ের নিউরাল নেটওয়ার্কস অ্যান্ড ডিপ লার্নিং
৭. মিশিগান বিশ্ববিদ্যালয়ের পাইথন ডেটা স্ট্রাকচারস
৮. জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের দ্য ডেটা সায়েন্টিস্ট টুলবক্স
৯. মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইনট্রোডাকশান টু ডেটা সায়েন্স ইন পাইথন
১০. সেন্ট্রালসুপলেকের বিল্ড ইয়োর ফার্স্ট অ্যান্ড্রয়েড অ্যাপ (প্রজেক্ট-সেন্ট্রার্ড কোর্স)
কোনো নির্দিষ্ট কোর্সের জন্য আবেদন করার আগে অবশ্যই এর কনটেন্টগুলো দেখে নিতে হবে। এসব কনটেন্ট নিজের ক্যারিয়ারের জন্য উপযোগী কি না, তা বুঝে তবে কোর্সগুলো করলে সুফল পাওয়া যাবে।