আইওএস প্ল্যাটফর্মে এল নগদ অ্যাপ
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবার অ্যাপ নগদ এখন থেকে আইওএস প্ল্যাটফর্মে পাওয়া যাবে। অ্যাপ আজ বৃহস্পতিবার আইওএস প্ল্যাটফর্মে অ্যাপটি উন্মুক্ত করেছে নগদ কর্তৃপক্ষ। এত দিন নগদ অ্যাপ শুধু অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে চালু ছিল।
নগদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইওএস অ্যাপটিতে অ্যান্ড্রয়েড অ্যাপের মতোই সব সুবিধা পাওয়া যাবে।
অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা অন্য নগদ গ্রাহকদের টাকা পাঠাতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, মোবাইল ব্যালেন্স রিচার্জ করতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন। এ অ্যাপে যুক্ত হয়েছে স্বয়ংক্রিয় নিবন্ধন ফিচার। এ জন্য গ্রাহকের নিজেদের একটি ছবি অথবা সেলফি এবং নিজেদের জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি থাকতে হবে। নগদ অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ডিজিটাল কেওয়াইসি ফরমটি পূরণ করে জাতীয় তথ্যভান্ডার থেকে তথ্য যাচাই করে নেবে। নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করতে এক মিনিটের বেশি সময় লাগে না।