আই-জিনিয়াস মাস্টার ব্লগ
বন্ধুরা,
আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো ইতিমধ্যে নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলোতেই আমরা আই-ক্যাম্প করে ফেলেছি এবং চলমান ধারায়ই বাকিগুলো অনুষ্ঠিত হবে। আমরা আই-ক্যাম্প থেকে তোমাদের মধ্যে ইন্টারনেট নিয়ে যে আগ্রহ ও উদ্দীপনা লক্ষ করেছি তা আমাদের ভবিষ্যতে ইন্টারনেট নিয়ে কাজ করতে আরও অনুপ্রাণিত করবে। আমরা কৃতজ্ঞ তোমাদের প্রতি, সেই সঙ্গে আই-জিনিয়াসদের প্রতিও। কেননা, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে আই-ক্যাম্পগুলো পরিচালনা করতে পারছি। আই-ক্যাম্পগুলোতে তোমাদের সরব উপস্থিতি, তোমাদের বিভিন্ন বিষয়সংক্রান্ত প্রশ্নের দ্রুত উত্তর দেওয়ার দক্ষতা আমাদের প্রয়াসকে সার্থক করে তুলেছে। আমরা দেখতে পারছি যে দিনে দিনে আমাদের ইন্টারনেট-বিষয়ক এই কর্মশালা তোমাদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে উঠছে।
আমরা যেমন অপেক্ষা করছি ইন্টারনেট উৎসবের জন্য, আশা করছি তোমরাও নিশ্চয় তেমনিভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছ। আমাদের প্রচেষ্টা থাকবে অন্য যেকোনো বারের তুলনায় এবারের ইন্টারনেট উৎসব হবে আরও বড় পরিসরে, হবে আরও আকর্ষণীয় এবং চরম উৎসাহ-উদ্দীপনায় ঠাসা। আমরা চাই আসন্ন ইন্টারনেট উৎসব শুরু হওয়ার আগেই তোমাদের ইন্টারনেট সম্পর্কিত দক্ষতা আরও বৃদ্ধি পাক। আর সেই লক্ষ্যে আমাদেরও প্রচেষ্টা থাকবে তোমাদের ইন্টারনেট নিয়ে বিভিন্ন সময়ে নানা তথ্য সরবরাহ করে সহযোগিতা করার। আই-ক্যাম্প কিন্তু তারই একটা অংশ। আমাদের প্রত্যাশা ইন্টারনেট উৎসব শুরু হওয়ার আগে তোমরা যে সময়টুকু পাও, তার সর্বাত্মক ব্যবহারের মাধ্যমে তোমরা হয়ে যাবে ইন্টারনেটবিষয়ক খুদে পণ্ডিত। আর সেটার জন্য ভবিষ্যতে আমাদের তরফ থেকে থাকবে নানা আয়োজন। আমাদের সেই আয়োজনের যেকোনো তথ্যের জন্য বা সেগুলো জানতে তোমরা চোখ রাখতে পারো আমাদের ফেসবুক পাতায় (www.facebook.com/internetutshab)। তোমরা তৈরি হও বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার জন্য। আর আমরা তৈরি করছি সেই মঞ্চ। দেখা হবে ইন্টারনেট উৎসবে।
আই-জিনিয়াস মাস্টার