অ্যাপে চিকিৎসা পরামর্শ দিচ্ছে 'ডাক্তার দেখাও'
জনসমাগম স্থানে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। এর বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। ঘরে থেকে বিভিন্ন স্বাস্থ্য প্রয়োজনে আমরা অনেকে চিকিৎসকদের চেম্বার অথবা স্বাস্থ্য ক্লিনিকে যেতে পারছেন না। অনেকে অ্যাপের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এ ক্ষেত্রে ডাক্তার দেখাও মোবাইল অ্যাপটি সাহায্য করতে পারে।
ডাক্তার দেখাও লিমিটেডেরে তৈরি ডাক্তার দেখাও মোবাইল অ্যাপে ভিডিও কলের মাধ্যমে ঘরে বসে সরাসরি চিকিৎসা পরামর্শ এবং অ্যাপেই প্রেসক্রিপশন নেওয়ার সুবিধা রয়েছে।
'ডাক্তার দেখাও' দূরবীন ল্যাবস লিমিটেডের একটি সহপ্রতিষ্ঠান ,যারা মোবাইল ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদান করে।
প্লেস্টোরে দেওয়া তথ্য অনুযায়ী, মোবাইল অ্যাপটি নিবন্ধিত চিকিৎসকের সঙ্গে ব্যবহারকারীদের সংযোগ স্থাপন করে। দৈনন্দিন প্রয়োজনে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে সাহায্য করে এটি। বিস্তারিত জানা যাবে www.doctordekhao.com.bd সাইট থেকে।