অ্যান্ড্রয়েডে আসছে ট্রুকলার ভয়েস সেবা
সম্প্রতি পরীক্ষামূলকভাবে ভিওআইপি সেবা দিতে শুরু করেছিল অপরিচিত নম্বরের তথ্য খোঁজার জনপ্রিয় অ্যাপ ট্রুকলার। প্রথমে শুধু প্রিমিয়াম গ্রাহকদের জন্য এ ফিচার চালু হবে—এমন ধারণা করা হয়েছিল। তবে এখন সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য বিনা মূল্যে এ সেবা চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ট্রুকলারের নতুন ফিচার ব্যবহার করে ইন্টারনেট থেকে কল করা যাবে। গতকাল মঙ্গলবার ট্রুকলার ঘোষণা করেছে, ‘ট্রুকলার ভয়েস’ নামে এই ফিচার শিগগিরই চালু হচ্ছে। অ্যাপের মধ্যেই ভয়েস বাটন থেকে মোবাইল ডেটা অথবা ওয়াই–ফাই ব্যবহার করে কল করা যাবে। ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এ আপডেট পৌঁছে যাবে। আপাতত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ সেবা পাবেন।
ট্রুকলার কর্তৃপক্ষ বলেছে, ১০ জুন থেকে তারা ফিচারটি ধাপে ধাপে চালু করতে শুরু করেছে। শিগগিরই আইওএস ডিভাইসেও এ ফিচার চালু হবে।