এআই দিয়ে তৈরি রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য নতুন নিয়ম গুগলের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি বা ভিডিও তৈরি করা যায়। কিন্তু এর মাধ্যমে ভুয়া ছবি বা ভিডিও তৈরি করছেন অনেকেই। আর তাই বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে প্রযুক্তি দুনিয়ায়। সমস্যা সমাধানে এআই দিয়ে তৈরি রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য নতুন নিয়ম চালু করছে গুগল। নতুন এ নিয়মের আওতায় এআই দিয়ে কোনো রাজনৈতিক বিজ্ঞাপন তৈরি করা হলে তা দর্শকদের জানাতে হবে। অর্থাৎ বিজ্ঞাপনটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে কি না, তা স্পষ্টভাবে উল্লেখ করে লেবেল যুক্ত করতে হবে।
আগামী নভেম্বর মাসে গুগলের নীতিমালায় নতুন এ নিয়ম যুক্ত করা হবে। নতুন এ নীতিমালা বাস্তবায়ন শুরু হলে গুগল বা গুগলের বিভিন্ন সেবায় কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনার বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি, ভিডিও বা শব্দ তৈরি করলেই সেগুলোতে বাধ্যতামূলকভাবে লেবেল যুক্ত করতে হবে। এর ফলে এআই দিয়ে তৈরি নির্বাচনী বা রাজনৈতিক প্রচারণার বিজ্ঞাপনগুলো সহজেই শনাক্ত করা যাবে এবং ভুল তথ্য প্রচারিত হবে না।
এআই দিয়ে তৈরি রাজনৈতিক বিজ্ঞাপনে অনেক সময় মিথ্যা তথ্য প্রচারিত হয়। বিজ্ঞাপনগুলোতে এমন কিছু শব্দ বা দৃশ্য দেখানো হয়, যা ঘটেনি। এমনকি কখনো কখনো কোনো ঘটনার কৃত্রিম ভিডিও তৈরি করা হয়। আর তাই ভুয়া প্রচারণা ঠেকাতেই এই নতুন নিয়ম যুক্ত করছে গুগল।
এ বিষয়ে গুগলের মুখপাত্র অ্যালি বোডাক বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিও তৈরির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমরা আমাদের নীতিমালায় পরিবর্তন করছি। নতুন এ নিয়মের ফলে রাজনৈতিক বিজ্ঞাপনে এআই ব্যবহারের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।’
সূত্র: দ্য ভার্জ