প্রথম রোবট ভাইকিং নামল মঙ্গলে

মঙ্গলের মাটিতে অবতরণ করা প্রথম রোবট ভাইকিং ১
লাল গ্রহের উপরিভাগ সম্পর্কে তথ্য নিতে প্রথমবারের মতো মঙ্গলে অবতরণ করে ভাইকিং ১। এটিই মঙ্গলে প্রথম রোবট।

ভাইকিং অরবিটার/ল্যান্ডারনাসা

২০ জুলাই ১৯৭৬
মঙ্গলের মাটিতে অবতরণ করা প্রথম রোবট ভাইকিং ১
লাল গ্রহের উপরিভাগ সম্পর্কে তথ্য নিতে প্রথমবারের মতো মঙ্গলে অবতরণ করে ভাইকিং ১। এটিই মঙ্গলে প্রথম রোবট। ভাইকিং ১ ও এর উত্তরসূরি ভাইকিং ২ মঙ্গল গ্রহের উপরিতল সম্পর্কে প্রথম তথ্য দেয় বিজ্ঞানীদের।

ভাইকিং ১–এর মডেল
নাসা

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ভাইকিং কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলে পাঠানো দুটি রোবটের একটি ভাইকিং ১ প্রথমে মঙ্গলগ্রহের মাটিতে নামে।

মানুষ সেই মাটিতে হাঁটতে পারবে, বিজ্ঞানীদের এমন আশা জাগে সেই তথ্য থেকে। যদিও ভাইকিং প্রাণের চিহ্নের কোনো প্রমাণ মঙ্গলে পায়নি। ভাইকিং ১ ও ২ মঙ্গল গ্রহের বিস্তারিত ছবি এবং এর মাটির গঠন সম্পর্কে তথ্য নিয়ে ফিরে আসে। ভাইকিং ১ মঙ্গলগ্রহে দুই হাজার ৩০৭দিন অবস্থান করেছিল।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

আরও পড়ুন