বাংলাদেশের ভিডিও নির্মাতাদের নিজেদের নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ দিল টিকটক
নিজেদের কমিউনিটি নীতিমালার শর্ত লঙ্ঘন করে ভিডিও তৈরি করলে সেই ভিডিও মুছে ফেলার পাশাপাশি অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়ে থাকে টিকটক। আর তাই কমিউনিটি নীতিমালা সম্পর্কে বাংলাদেশের ভিডিও বা আধেয় নির্মাতাদের সচেতন করতে গত শনিবার রাজধানী ঢাকায় কর্মশালার আয়োজন করেছে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক জানিয়েছে, নিজেদের কমিউনিটি নীতিমালা সম্পর্কে সচেতনতা বাড়াতে সম্প্রতি বাংলাদেশে প্রচারণা কার্যক্রম শুরু করেছে টিকটক। এই উদ্যোগের অংশ হিসেবে জনপ্রিয় আধেয় নির্মাতাদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় কমিউনিটি নীতিমালা ভঙ্গের কারণগুলো তুলে ধরা হয়েছে। এর ফলে তারা টিকটকের কমিউনিটি নীতিমালা সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার পাশাপাশি বিভিন্ন আধেয় তৈরি করে নিজেদের অনুসারীদেরও (ফলোয়ার) সচেতন করতে পারবেন। টিকটকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে সচেতনতা বাড়াতে এরই মধ্যে জনপ্রিয় কয়েকজন আধেয় নির্মাতাদের সঙ্গে কাজ শুরু করেছে টিকটক।
টিকটকের তথ্যমতে, কমিউনিটি নীতিমালা সম্পর্কে অন্য ব্যবহারকারীদের সহজে জানার সুযোগ দিতে নিজেদের প্রচারণা পেজে বাংলাদেশের নির্বাচিত জনপ্রিয় আধেয় নির্মাতাদের সচেতনতামূলক ভিডিওগুলো দেখার সুযোগ দেওয়া হবে। এর ফলে #SaferTogether হ্যাশট্যাগ ব্যবহার করে যে কোনো ব্যবহারকারী চাইলেই টিকটকের কমিউনিটি নীতিমালা এবং ভিডিওর মানোন্নয়ন বিষয়ে জনপ্রিয় নির্মাতাদের তৈরি ভিডিওগুলো দেখতে পারবেন।