আইফোনের পাশাপাশি কম্পিউটার থেকেও ব্যবহার করা যাবে অ্যাপল ম্যাপস

কম্পিউটার থেকেও ব্যবহার করা যাবে অ্যাপল ম্যাপসস্ক্রিনশট

গুগল ম্যাপসের মতো অ্যাপের পাশাপাশি ওয়েবসাইট থেকেও সরাসরি অ্যাপল ম্যাপস ব্যবহারের সুযোগ চালু করেছে অ্যাপল। নতুন এ সুবিধা দিতে অ্যাপল ম্যাপসের জন্য আলাদা ওয়েবসাইট চালু করেছে প্রতিষ্ঠানটি। পরীক্ষামূলকভাবে চালু করা ওয়েবসাইটটিতে প্রবেশ করে সহজেই নির্দিষ্ট এলাকার মানচিত্র দেখার পাশাপাশি গন্তব্যের দিকনির্দেশনা পাওয়া যাবে। এর ফলে আইফোন, আইপ্যাড, ম্যাক কম্পিউটার ও অ্যাপল ওয়াচের পাশাপাশি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার থেকেও স্বচ্ছন্দে অ্যাপল ম্যাপস ব্যবহার করা যাবে।

অ্যাপলের তথ্যমতে, প্রাথমিকভাবে অ্যাপল ম্যাপস শুধু ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে। শিগগিরই আরও বেশ কয়েকটি ভাষায় অ্যাপল ম্যাপস ব্যবহারের সুবিধা দিতে কাজ চলছে। উইন্ডোজ ব্যবহারকারীরা ক্রোম ও এজ ব্রাউজারের মাধ্যমে অ্যাপল ম্যাপস ব্যবহার করতে পারবেন।

অ্যাপল ম্যাপসের পূর্ণাঙ্গ ওয়েব সংস্করণে গন্তব্যের দিকনির্দেশনা দেখার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের চালু বা বন্ধের সময় জানা যাবে। শুধু তা-ই নয়, প্রতিষ্ঠানগুলোর বিষয়ে অন্য ব্যবহারকারীদের মতামত রিভিউ আকারে দেখার পাশাপাশি বিভিন্ন রেস্তোরাঁয় খাবারের ফরমাশ (অর্ডার) দেওয়ার সুযোগ মিলবে। স্ট্রিট ভিউয়ের মতো সুবিধাও যুক্ত হতে পারে অ্যাপল ম্যাপসে।

অ্যাপল জানিয়েছে, ডেভেলপাররা অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণে নিজেদের বিভিন্ন সুবিধা যুক্ত করতে পারবেন। এর ফলে অ্যাপল ম্যাপসে বর্তমানের তুলনায় বেশি সুবিধা পাওয়া যাবে। আইফোন ও আইপ্যাডের পাশাপাশি কম্পিউটারে ব্যবহারের সুযোগ চালুর ফলে অ্যাপল ম্যাপস ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনগেজেট, জেডডিনেট