আইফোনে আইওএসের এই সংস্করণ ব্যবহার করলেই বিপদ

আইফোনরয়টার্স

সম্প্রতি নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আইওএসের নতুন সংস্করণ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। ‘আইওএস ১৭’ নামের নতুন এ অপারেটিং সিস্টেমে স্ট্যান্ডবাই সুবিধা থাকায় আইফোনের পর্দাকে সহজেই স্মার্ট হোম ডিসপ্লেতে পরিণত করা যায়। রয়েছে লাইভ ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশনসহ চেকইন, নেম ড্রপসহ বিভিন্ন সুবিধা। আর তাই বাজারে আসার আগেই আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক সংস্করণ ব্যবহার করতে আগ্রহী অনেকে। কিন্তু পরীক্ষামূলক সংস্করণটি নামানোর পর বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আইফোন ব্যবহারকারীদের।

জানা গেছে, ডেভেলপারদের জন্য তৈরি আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক সংস্করণটি নামানোর পর আইফোনে বিভিন্ন অ্যাপ চালু বা বন্ধ করতে সমস্যা হয়। আইফোনের ব্যাটারি দ্রুত কমে যাওয়ার পাশাপাশি অ্যাপের বা অন্যদের পাঠানো বার্তাও ঠিকমতো দেখা যায় না। শুধু তা–ই নয়, ম্যাক কম্পিউটারের সঙ্গে আইফোন সংযোগ করে বার্তা আদান-প্রদান করতে সমস্যা হয়। ধারণা করা হচ্ছে, নতুন অপারেটিং সিস্টেমে থাকা একাধিক ত্রুটির কারণেই এসব সমস্যা হচ্ছে।

আরও পড়ুন

আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক সংস্করণ কিছুদিন ব্যবহারের পর সেটি মুছে ফেলে পুরোনো সংস্করণ ব্যবহার করতে গেলেই বিপদে পড়ছেন আইফোন ব্যবহারকারীরা। কারণ, সংস্করণটি মুছে ফেললে আইফোনে থাকা সব তথ্য বা ছবিও মুছে যায়। এমনকি আইফোনের সেটিংসও স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়। ফলে তথ্য অন্য জায়গায় সংরক্ষণ না করলে বড় ধরনের ক্ষতি হতে পারে আইফোন ব্যবহারকারীদের।

আরও পড়ুন

আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক সংস্করণটি মূলত ডেভেলপারদের জন্য তৈরি করা হয়েছে। এতে থাকা বিভিন্ন সুবিধা বা অসুবিধার তথ্য পর্যালোচনা করে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করবে অ্যাপল। আর তাই অ্যাপ নির্মাতা না হলে আইওএসের পরীক্ষামূলক সংস্করণটি ব্যবহার না করাই ভালো।
সূত্র: সিনেট

আরও পড়ুন