প্রোগ্রামারের কথায় উইন্ডোজে যুক্ত হলো ইন্টারনেট এক্সপ্লোরার

মাইক্রোসফট করপোরেশন তাদের পরবর্তী অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ইন্টারনেট এক্সপ্লোরার যুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমের সঙ্গে ইন্টারনেট এক্সপ্লোরার জুড়ে দেয় মাইক্রোসফটকম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১৫ আগস্ট ১৯৯৪
প্রোগ্রামারের কথায় উইন্ডোজে যুক্ত হলো ইন্টারনেট এক্সপ্লোরার
ইন্টারনেটের গাড়িটা তখনো ধরতে পারেনি, তাই মাইক্রোসফট করপোরেশন তাদের পরবর্তী অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ইন্টারনেট এক্সপ্লোরার যুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ১৫ আগস্ট উইন্ডোজ ৯৫–এর একজন প্রোগ্রামার বেঞ্জামিন স্লিভকা তাঁর সহকর্মীদের একটি ই–মেইল করেন। সেই ই–মেইলে তিনি উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমের একটি সুবিধা বা ফিচার হিসেবে ওয়ার্ল্ডওয়াইড ওয়েব ব্রাউজার জুড়ে দেওয়ার পরামর্শ দেন। এভাবেই ইন্টারনেট এক্সপ্লোরার জুড়ে গেল উইন্ডোজের সঙ্গে। তবে এর জন্য মাইক্রোসফট দীর্ঘ আইনি জটিলতায় পড়েছিল।

রয়টার্স

১৫ আগস্ট ২০১২
সৌদি কোম্পানির কম্পিউটারে বড় ধরনের সাইবার হামলা
সৌদি আরবের তেল কোম্পানি সৌদি অ্যারামকোর কর্মীরা হঠাৎ করেই দেখলেন যে তাঁদের কম্পিউটার আজব আচরণ করছে। পরে তাঁরা আবিষ্কার করলেন, তাঁরা ওই সময়ের সবচেয়ে বড় সাইবার হামলার শিকার হয়েছেন। এই হামলায় অন্তত ৩৫ হাজার কম্পিউটারের তথ্য–উপাত্ত পুরোপুরি বা আংশিক মুছে গেছে। হামলার ফলে পরবর্তী পাঁচ মাস এই প্রতিষ্ঠান অনলাইনে কোনো কার্যক্রমই চালাতে পারে নাই।

কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি ও কম্পিউটার হোপ