আইকনোস্কোপের উদ্ভাবক ভ্লাদিমির স্ভারিকিনের জন্ম

আইকনোস্কোপের উদ্ভাবক ভ্লাদিমির স্ভারিকিন রাশিয়ায় জন্মগ্রহণ করেন।

আইকনোস্কোপসংগৃহীত

৩০ জুলাই ১৮৮৯
আইকনোস্কোপের উদ্ভাবক ভ্লাদিমির স্ভারিকিনের জন্ম
আইকনোস্কোপের উদ্ভাবক ভ্লাদিমির স্ভারিকিন রাশিয়ায় জন্মগ্রহণ করেন। পরে তিনি অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পেনসিলভানিয়ার পিটসবার্গে স্ভারিকিন ওয়েস্টিংহাউস ইলেকট্রিক করপোরেশনে চাকরি নেন। এখান থেকেই ১৯২৩ সালে নিজের উদ্ভাবিত আইকনোস্কোপের পেটেন্টের জন্য আবেদন করেন।

ভ্লাদিমির স্ভারিকিন
কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

আইকনোস্কোপ হলো প্রথম টেলিভিশন সম্প্রচার টিউব ও প্রযুক্তি, যেটির প্রতি প্রথম দিককার কম্পিউটার নির্মাতাদেরও আগ্রহ ছিল। এর পরে কাইনেস্কোপ উদ্ভাবন করে প্রথম পুরো বৈদ্যুতিক টেলিভিশন সিস্টেম তৈরি করেন তিনি। এই প্রযুক্তি তিনি মার্কিন ইলেকট্রনিকস প্রযুক্তিপ্রতিষ্ঠান আরসিএর কাছে নিয়ে যান ১৯২৯ সালে। চলতে থাকে তাঁর উদ্ভাবনের কাজ। একসময় তাই ভ্লাদিমির স্ভারিকিন ‘টেলিভিশনের জনক’ হিসেবে খ্যাতি পান।

আইকনোস্কোপ মূলত প্রথম দিককার ইলেকট্রনিক ক্যামেরা টিউব। এটি ব্যবহার করে ছবি স্ক্যান করে টেলিভিশনে সম্প্রচার করা হতো। এর আগে টেলিভিশনের জন্য কোনো ব্যবহারিক সম্পূর্ণ ইলেকট্রনিক যন্ত্র ছিল না।