হোয়াটসঅ্যাপ বার্তার ইতিহাস অ্যান্ড্রয়েড থেকে আইফোনে পাঠানো যাবে

হোয়াটসঅ্যাপফাইল ছবি

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা হোয়াটসঅ্যাপ বার্তার ইতিহাস আইফোনে পাঠানো যাবে। নতুন এ সুবিধা দিতে আইওএসের জন্য নিজেদের অ্যাপ হালনাগাদ করেছে হোয়াটসঅ্যাপ। ‘২২.১৭.৭৭’ নামের সংস্করণটি অ্যাপ স্টোর থেকে নামানো যাবে। আইওএস ১২ থেকে পরবর্তী সব সংস্করণ ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন।

আরও পড়ুন

নতুন এ সুবিধা চালুর ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আইফোন কিনলেও নিজেদের হোয়াটসঅ্যাপ বার্তার ইতিহাস দেখতে পারবেন। এত দিন এ সুবিধা না থাকায় অনেকে ইচ্ছা থাকলেও অ্যান্ড্রয়েড ছেড়ে আইওএসে চলা আইফোন ব্যবহার করতেন না।

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সরাসরি হোয়াটসঅ্যাপ বার্তার ইতিহাস স্থানান্তরের জন্য অনেকেই তৃতীয় পক্ষের তৈরি বিভিন্ন অ্যাপ ব্যবহার করতেন। এসব অ্যাপের কারণে ফোনে নিরাপত্তা শঙ্কা দেখা দেয়। তবে নতুন এ সুবিধা চালুর ফলে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সুবিধা কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড থেকে হোয়াটসঅ্যাপের তথ্য স্থানান্তর করা যাবে। ফলে নিরাপদে তথ্য পাঠানোর সুযোগ মিলবে।
সূত্র: ওয়েববেটাইনফো

আরও পড়ুন