দেশের দ্বিতীয় ডিজিটাল পল্লি হবে শরীয়তপুরের ডামুড্যায়
বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) যৌথ উদ্যোগে শরীয়তপুরের ডামুড্যা উপজেলাকে দেশের দ্বিতীয় ডিজিটাল পল্লি হিসেবে গড়ে তোলা হবে। আজ মঙ্গলবার ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে ডিজিটাল কমার্স ভিলেজের উদ্বোধন করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। এ সময় জেলা প্রশাসক পারভেজ হাসান এবং ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান উপস্থিত ছিলেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ই-ক্যাব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক বলেন, ডিজিটাল পল্লি চালু হওয়ায় স্থানীয় মৎস্যসম্পদের মাধ্যমে ডামুড্যার আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হবে। ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ বলেন, ডিজিটাল কমার্সের সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছানোর মাধ্যমে গ্রাম ও শহরের মধ্যকার দূরত্ব কমিয়ে আনাই ডিজিটাল পল্লির প্রধান উদ্দেশ্য। আর এই লক্ষ্য পূরণের জন্য মানিকগঞ্জের পর শরীয়তপুরের ডামুড্যা উপজেলাকে ডিজিটাল পল্লিতে রূপান্তর করা হবে।
প্রসঙ্গত, ডিজিটাল কমার্স ভিলেজ বা ডিজিটাল পল্লি উদ্যোগের আওতায় একাধিক মডেল গ্রাম তৈরি করা হবে। প্রকল্পের আওতায় ২০০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কল সেন্টার, ডেলিভারি সার্ভিস, মার্কেটপ্লেস তৈরি, ডিজিটাল পেমেন্ট সেবার সুযোগও চালু করা হবে।