২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নতুন কী আনতে যাচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান

কানেক্ট সম্মেলনে নতুন প্রযুক্তি বা পণ্যের ঘোষণা দেবে মেটামেটা

আর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে মেটার কানেক্ট সম্মেলন। বাংলাদেশ সময় রাত ১১টায় মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে এ সম্মেলন শুরু হবে। বার্ষিক এ সম্মেলনে নিজেদের তৈরি নতুন প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করে থাকে মেটা। আর তাই বরাবরের মতো এ বছরও কানেক্ট সম্মেলন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের বেশ আগ্রহ রয়েছে। দুই দিনের এ সম্মেলনে মেটা যেসব নতুন প্রযুক্তি বা পণ্যের ঘোষণা দিতে পারে, সেগুলো নিচে দেখে নেওয়া যাক—      

কোয়েস্ট থ্রি হেডসেট

গত জুন মাসে অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলন শুরুর আগে নিজেদের তৈরি কোয়েস্ট হেডসেটের নতুন মডেল তৈরির ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। কানেক্ট সম্মেলনে ‘কোয়েস্ট থ্রি’ মডেলের মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেটটি প্রদর্শন করতে পারে মেটা।
মেটার তৈরি কোয়েস্ট হেডসেটে পাতলা লেন্সসহ ট্র্যাকিং সেন্সর থাকায় চোখের নড়াচড়ার পাশাপাশি ব্যবহারকারীর চেহারার অভিব্যক্তিও শনাক্ত করতে পারে। শুধু তা-ই নয়, ভার্চ্যুয়াল দুনিয়ার বিভিন্ন বস্তু বা ছবি চারপাশে দেখতে পারেন ব্যবহারকারীরা। নতুন হেডসেটটিতে এসব সুবিধার পাশাপাশি ফেসবুকের রিলসও (স্বল্পদৈর্ঘ্যের ভিডিও) দেখা যাবে। সম্মেলনে হেডসেটটির দাম ও বাজারে আসার দিনক্ষণ জানাতে পারে মেটা।

মেটাভার্স

মেটার আয়োজন অথচ মেটাভার্স (ভার্চ্যুয়াল বিশ্ব) নিয়ে আলোচনা হবে না, তা কি হয়? মেটার এই ভার্চ্যুয়াল বিশ্ব তৈরির কার্যক্রম কত দূর এগিয়েছে, এ বিষয় সম্মেলনে তুলে ধরতে পারে মেটা। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে মেটাভার্স নিয়ে আলোচনা কিছুটা কম হলেও সম্মেলনে নিজের ইচ্ছেমতো মেটাভার্স (ভার্চ্যুয়াল-বিশ্ব) তৈরির বেশ কিছু প্রযুক্তিসুবিধা প্রদর্শন করতে পারে মেটা।  

কৃত্রিম বুদ্ধিমত্তা

বর্তমানে প্রযুক্তি-বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত প্রযুক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর তাই বড় বড় সব প্রযুক্তিপ্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তার মানোন্নয়নে কাজ করছে। মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্তের পর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ শুরু করেছে মেটা। এরই ধারাবাহিকতায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন সুবিধা চালুর ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।

অনলাইনে যেভাবে দেখা যাবে

সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা সরাসরি অংশ নেবেন। তবে কানেক্ট সম্মেলনের ওয়েবসাইট এবং মেটার ফেসবুক পেজ এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সরাসরি সম্মেলনে অংশে নেওয়া যাবে।
সূত্র: টেক ক্র্যাঞ্চ, মেটা