এক বছরের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পে ৫০০ প্রকৌশলীর কর্মসংস্থান সৃষ্টি করতে চায় উল্কাসেমি
২০২৫ সালের মধ্যে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পে ৫০০ প্রকৌশলীর কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর নকশাকারক প্রতিষ্ঠান উল্কাসেমি। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পে ৫ হাজার প্রকৌশলীর কর্মসংস্থান সৃষ্টিরও পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান লিংক রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
উল্কাসেমির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের বাজার বাড়ছে। ২০২১ সালে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের বাজার ছিল ৪৫২ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৮ সালের মধ্যে ৮০৩ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার হবে বলে ধারণা করা হচ্ছে। আর তাই বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পকে ২০৩০ সালের মধ্যে একটি মাল্টিবিলিয়ন ডলারের বাজারে রূপান্তরিত করার পরিকল্পনা করেছে উল্কাসেমি।
উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, ‘আমাদের নতুন উদ্যোগগুলো দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সেমিকন্ডাক্টর শিল্পের নতুন উদ্ভাবনেও সহায়ক হবে। বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষস্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি। সরকারি-বেসরকারি খাতের সমর্থন পেলে বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাত ১ বিলিয়ন ডলার থেকে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি সম্ভব হলে দেশে প্রায় ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলাদেশে শিক্ষা, অবকাঠামো এবং প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে টেকসই সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তোলার জন্যও কাজ করছি আমরা।’
সংবাদ সম্মেলনে নতুন লোগোও উন্মোচন করেছে উল্কাসেমি। এ সময় উল্কাসেমির চেয়ারম্যান আরিফা চৌধুরী রহমান এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।