স্যাটেলাইটে বার্তা পাঠিয়ে বেঁচে গেলেন আইফোন ব্যবহারকারী

আইফোন থেকে স্যাটেলাইটে জরুরি বিপদবার্তা পাঠানো যায়রয়টার্স

যুক্তরাষ্ট্রের আলাস্কার প্রত্যন্ত এলাকায় হঠাৎই আটকে পড়েন এক ব্যক্তি। আশপাশে কেউ নেই, চারদিক শুধু বরফ আর বরফ। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার পাশাপাশি ফোনের নেটওয়ার্ক না থাকায় কারও কাছে বিপদবার্তাও পাঠানো যাচ্ছিল না। ঠিক এ সময় নিজের আইফোন থেকে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংযোগ ব্যবহার করে জরুরি বিপদবার্তা পাঠান তিনি। বার্তায় জিপিএসের (গ্লোবাল পজিশনিং সিস্টেম) মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অবস্থানের তথ্য যুক্ত হওয়ায় দ্রুত স্থানীয় উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার করতে সক্ষম হয়।

সম্প্রতি উত্তর আমেরিকায় সীমিত পরিসরে আইফোনের ইমার্জেন্সি এসওএস সুবিধা চালুু করেছে অ্যাপল। এ জন্য ব্যবহার করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক গ্লোবালস্টারের স্যাটেলাইট। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রোতে ইমার্জেন্সি এসওএস সুবিধা ব্যবহার করা যাবে। আলাস্কায় আটকে পড়া ব্যক্তি বেটা সংস্করণ ব্যবহারকারী হিসেবে আইফোনের ইমার্জেন্সি এসওএস সুবিধা ব্যবহার করেন।

অ্যাপল জানিয়েছে, ব্যবহারকারীরা বিপদের সময় আইফোনে এসওএস সুবিধা চালু করে সংকেত পাঠালেই সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৯১১ নম্বরে চলে যাবে। ফলে স্থানীয় উদ্ধারকারী দল আইফোন ব্যবহারকারীদের উদ্ধার করতে পারবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া