সিলেটি নাগরি লিপিতে উইকিপিডিয়া চালু

সিলেটি নাগরি লিপিতে উইকিপিডিয়াস্ক্রিনশট

সিলেটের সিলেটি নাগরী লিপিতে উইকিপিডিয়ার নতুন এক সংস্করণ যাত্রা শুরু করেছে। সিলেটি ভাষা বাংলাদেশের সিলেট বিভাগ, ভারতের আসামের বরাক ভ্যালি ও ত্রিপুরার উত্তর অংশে বেশি ব্যবহার করা হয়। এ ছাড়া মেঘালয়, মণিপুর ও নাগাল্যান্ডে অনেক মানুষ সিলেটি ভাষা ব্যবহার করেন।

সিলেটি নাগরি লিপির বিকাশ ১৫ শতকে শুরু হয়। ১৯৭০–এর দশকে বিভিন্ন প্রিন্টিং প্রেসেও ব্যবহার করা হয়েছে ভাষাটি। আর ২০০০–এর দশকে ইউনিকোডে সিলেটি নাগরি লিপি লেখা শুরু হয়। এরপর আলাদা উইকিপিডিয়া হিসেবে ২০১৪ সালের ৫ জুলাই ইনকিউবেটরে এই ভাষা চালু হয়। এরপর যাচাই–বাছাই শেষে ২৫ ফেব্রুয়ারি সিলেটি নাগরি লিপিতে চালু করা হয়েছে উইকিপিডিয়া।

কম্পিউটারে সিলেটি নাগরি লিপি ভাষায় উইকিপিডিয়া দেখতে সিলেটি ফন্ট ইনস্টল করতে হবে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছে বাংলা উইকিপিডিয়া। এখন পর্যন্ত সিলেটি নাগরি লিপিতে এক হাজারেরও বেশি নিবন্ধ তৈরি করা হয়েছে। বাংলাদেশ থেকে এরই মধ্যে বাংলা ও সাঁওতালি ভাষায় আলাদা উইকিপিডিয়া চালু রয়েছে। সিলেটি নাগরি লিপির উইকিপিডিয়া এই ঠিকানা থেকে ব্যবহার করা যাবে।