২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট আসছে  

ওয়াই-ফাই ৭সংগৃহীত

ওয়াই-ফাই ৭ হলো তারহীন ওয়াই-ফাই প্রযুক্তির নতুন সংস্করণ, যুক্তরাষ্ট্রের ওয়াই-ফাই অ্যালায়েন্সের চালু করা সর্বশেষ ওয়াই-ফাই মান এটি। ২০২৪ সালের শেষ দিকে ওয়াই-ফাই ৭ বাজারে আসার কথা। গতি এবং কার্যক্ষমতার দিক থেকে ওয়াই-ফাই ৭ হবে সবচেয়ে উন্নত। এর সর্বোচ্চ ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে ৩০ গিগাবাইট (জিবিপিএস) পর্যন্ত হতে পারে, যা এখনকার ওয়াই-ফাই ৬ প্রযুক্তির চেয়ে ৩ গুণ বেশি।

ওয়াই-ফাই ৭-এর বৈশিষ্ট্য

দ্রুতগতির ইন্টারনেট: ওয়াই-ফাই ৭ প্রযুক্তির গতি ওয়াই-ফাই ৬-এর চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি হবে। এর গতি  প্রতি সেকেন্ডে ৩০ গিগাবাইটের বেশি হতে পারে।
তথ্য আদান-প্রদানে বিলম্ব বা ল্যাটেন্সি: তথ্য আদান-প্রদানে ওয়াই-ফাই ৭-এর বিলম্ব হার বা ল্যাটেন্সি কম হবে। এই প্রযুক্তির ল্যাটেন্সি ১ মিলিসেকেন্ডের কম। ফলে তাৎক্ষণিক বা রিয়ালটাইম অ্যাপ্লিকেশন যেমন ভিডিও কল, গেমস ইত্যাদি অনেক ভালো কাজ করবে।

তরঙ্গ সমন্বয়: ওয়াই-ফাই ৭ প্রযুক্তি ৬ গিগাহার্টজের বেশি ৭.১২৫ গিগাহার্টজ পর্যন্ত নতুন তরঙ্গ ব্যবহার করবে। এর ফলে তথ্য-উপাত্ত আদান-প্রদানের গতি বাড়বে ও ব্যতিচার (ইন্টারফেয়ারেন্স) কমবে।

মাল্টিপল-ইনপুট মাল্টিপল-আউটপুট (মিমো): এই সুবিধার কারণে একই সময়ে একাধিক যন্ত্রে তথ্য পাঠানো যাবে। এটি ১৬-৩২ অ্যানটেনা ব্যবহার করবে।
ব্যাটারি সঞ্চয়: ওয়াই-ফাই ৭ ব্যাটারি খরচ কম করবে। ফলে এর সঙ্গে তার ছাড়া যুক্ত যন্ত্রগুলোর ব্যাটারির স্থায়িত্ব বাড়বে ও শক্তি কম খরচ হবে।
ওয়াই-ফাই ৭ হবে সাশ্রয়ী, দ্রুতগতির ও নিরাপদ। এটি আসার সঙ্গে সঙ্গে ওয়াই-ফাই প্রযুক্তি নতুন যুগে প্রবেশ করবে।

ওয়াই-ফাই মানগুলোর তুলনামূলক বৈশিষ্ট্য

  • এমবিপিএস: প্রতি সেকেন্ডে ১ মেগাবাইট

  • জিবিপিএস: প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট

ওয়াই-ফাই ৭ যেসব নিরাপত্তা বৈশিষ্ট্যের হতে পারে

  • ওয়াই-ফাই এনক্রিপশন: এটি ওয়াই-ফাইয়ের মাধ্যমে আদান-প্রদান করা তথ্যকে এনক্রিপ্ট করবে, যাতে অন্য কেউ তথ্যে প্রবেশ করতে পারে। ওয়াই-ফাই ৬-এ এটি ছিল না।

  • প্রমাণীকরণ: ওয়াই-ফাই ৭-এর জন্য আরও শক্তিশালী দুই-স্তর প্রমাণীকরণ (টু স্টেপ অথেনটিকেশন) এবং অন্যান্য নিরাপত্তা ধাপগুলো চালু করা হবে।

  • ব্যক্তিগত গোপনীয়তা: ম্যাক অ্যাড্রেস রেন্ডমাইজেশন ও অন্যান্য বৈশিষ্ট্য ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়াবে।

  • নিরাপত্তা ব্যবস্থাপনা: ওয়াই-ফাই ৭ আগের সংস্করণের তুলনায় নিরাপত্তা উন্নত করতে ব্যাপক কাজ করছে। তবে এখনো এসবের কার্যকারিতা নিশ্চিত করা হয়নি। সময় বলে দেবে ওয়াই-ফাই ৭ নিরাপত্তায় কতটা কার্যকর হবে।

লেখক: যুক্তরাষ্ট্রপ্রবাসী তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞ