প্রযুক্তির এই দিনে: ১৩ সেপ্টেম্বর
১ টন ওজনের হার্ডড্রাইভসহ আইবিএমের প্রথম কম্পিউটার
আইবিএম প্রথমবারের মতো ৫০ লাখ অক্ষর ধারণ করতে সক্ষম ১ টন ওজনের হার্ডড্রাইভসহ ৩০৫ র্যাম্যাক কম্পিউটার সরবরাহ করে।
১৩ সেপ্টেম্বর ১৯৫৬
১ টন ওজনের হার্ডড্রাইভসহ প্রথম কম্পিউটার
আইবিএম প্রথমবারের মতো ৫০ লাখ অক্ষর ধারণ করতে সক্ষম ১ টন ওজনের হার্ডড্রাইভসহ ৩০৫ র্যাম্যাক কম্পিউটার সরবরাহ করে। তথ্য ধারণ করার জন্য এই হার্ড ড্রাইভে ২৪ ইঞ্চি দৈর্ঘ্যের ৫০টি প্ল্যাটার ছিল।
আইবিএম ৩০৫ র্যামাক প্রথম বাণিজ্যিক কম্পিউটার, যেটিতে তথ্য সংরক্ষণের জন্য ম্যাগনেটি ডিস্ক স্টোরেজ প্রযুক্তি ব্যবহার করা হয়। র্যাম্যাক শব্দের পূর্ণ রূপ হলো র্যান্ডম অ্যাকসেস মেথড অব অ্যাকাউন্টিং অ্যান্ড কন্ট্রোল।
১৯৬১ সাল পর্যন্ত আইবিএম এক হাজার র্যাম্যাক উৎপাদন করেছিল। র্যামাক ব্যবহারের জন্য তখন প্রতি মাসে ন্যূনতম ৩ হাজার ২০০ মার্কিন ডলার ফি দিতে হতো।
১৩ সেপ্টেম্বর ১৯৪১
পারসোনাল কম্পিউটারের জনক এড রবার্টসের জন্ম
‘পারসোনাল কম্পিউটার’ সংজ্ঞাটি যাঁর দেওয়া, সেই হেনরি এডওয়ার্ড রবার্টস যুক্তরাষ্ট্রের মায়ামিতে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালের ১৯ ডিসেম্বর অ্যালটায়ার ৮৮০০ কম্পিউটার নিয়ে আসায় এড রবার্টসকে পারসোনাল কম্পিউটারের অন্যতম পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। তিনি ১৯৭০ সালে মিটস (মাইক্রো ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড টেলিমেট্রি সিস্টেমস) প্রতিষ্ঠা করেন। মাইক্রোসফটের প্রথম পণ্য অ্যালটায়ার বেসিক মিটসের কাছে বিক্রি করা হয়েছিল।
১৩ সেপ্টেম্বর ১৯৮৩
সাড়া জাগানো অসবোর্ন কম্পিউটার দেউলিয়া ঘোষিত
প্রথম বহনযোগ্য কম্পিউটার বাজারে আনার দুই বছরের মাথায় ব্যাংক থেকে দেউলিয়া ঘোষিত হয় অসবোর্ন কম্পিউটার। ১৯৮১ সালে ২৪ পাউন্ড ওজনের বহনযোগ্য অসবোর্ন-১ কম্পিউটার বাজারে এনে সাড়া জাগিয়েছিল প্রতিষ্ঠানটি। এর নকশা করেছিলেন অসবোর্ন কম্পিউটারের প্রতিষ্ঠাতা অ্যাডাম অসবোর্ন। এটি ছিল প্রথম বহনযোগ্য কম্পিউটার। ১ হাজার ৭৯৫ ডলারের অসবোর্ন-১ কম্পিউটারে থাকা সফটওয়্যারের মূল্যই ছিল প্রায় দেড় হাজার ডলার। অসবোর্ন-১ কম্পিউটারে ৫ ইঞ্চি পর্দা, ৬৪ কিলোবাইট মেমোরি, একটি মডেম এবং দুটি সোয়া পাঁচ ইঞ্চির ফ্লপি ডিস্ক ড্রাইভ ছিল।
১৯৮১ সালের এপ্রিল মাসে কম্পিউটারবিষয়ক সাময়িকী বাইট-এর প্রধান সম্পাদক ক্রিস মরগ্যান অসবোর্নকে ব্যক্তিগত কাজে কম্পিউটার ব্যবহারের ভবিষ্যৎ ধারা (ট্রেন্ড) হিসেবে অভিহিত করেছিলেন। কিন্তু সাড়া জাগিয়েও শেষ পর্যন্ত লোকসান গুনতে গুনতে ব্যবসা গুটিয়ে ফেলতে হয় অ্যাডাম অসবোর্নকে।