সেরা চারটি দল যাবে বিশ্ব রোবট অলিম্পিয়াডে

অতিথিদের সঙ্গে রোবট অলিম্পিয়াডের বিজয়ীরাসংগৃহীত

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে গতকাল রোববার রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে হয়ে গেল ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ ২০২৩ জাতীয় পর্ব। শিক্ষার্থীদের জন্য আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’, ‘ফিউচার ইনোভেটরস’ ও ‘রোবো স্পোর্টস’ বিভাগে ৩৩টি দল অংশ নেয়। বাংলাদেশ পর্বে বিজয়ী দলগুলোর মধ্য থেকে সেরা চারটি দল আগামী নভেম্বর মাসে পানামায় হতে যাওয়া ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩’–এ অংশ নেবে।

রোবট অলিম্পিয়াডে ফিউচার ইনোভেটরস সিনিয়র বিভাগে গোল্ড মেডেল পেয়েছে ‘টিম রোবনিয়াম বাংলাদেশ’। বিজয়ী দলের সদস্যরা হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের ইসরাফিল শাহীন, সানিডেল স্কুলের কাজী মোস্তাহিদ ও তাফসীর তাহরীম। সিলভার মেডেল পেয়েছে ‘ফ্যান্টাজম টিম’। দলের সদস্যরা হলো উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের মুসফিরাত মোর্শেদ ও হাসিবুজ্জামান ভূঁইয়া। ব্রোঞ্জ মেডেল পেয়েছে ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের আরেফিন আনোয়ার এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রাগিব ইয়াসার রহমানের দল ‘টাইগার ৭১’। জুনিয়ার বিভাগে সিলভার মেডেল পেয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আফিয়া হুমায়রা ও ফাহমিদা ফায়জা এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শাবনাম খানের দল ‘সাইবার স্কোয়াড টিম’। ব্রোঞ্জ মেডেল পেয়েছে ‘থিংকার টেক টিম’। দলের সদস্যরা হলো ওয়াইডব্লিউসিএ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের রুদাইবা তারান্নুম ও আফিয়া হাসিন।

আরও পড়ুন
রোবট অলিম্পিয়াডের একটি মুহূর্ত
সংগৃহীত

ফিউচার ইঞ্জিনিয়ার্স বিভাগে গোল্ড মেডেল পেয়েছে ‘টিম মেকা স্ক্রাচ_৪০৪’। দলের সদস্যরা হলো নটর ডেম কলেজের আবু নাফিস মোহাম্মদ নূর এবং মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের মীর মুহাম্মদ আবিদুল হক। সিলভার মেডেল পেয়েছে স্কাইভিউ হাই স্কুলের মোহাম্মদ আল-মুহতাসিম, রংপুর সরকারি কলেজের হোসেন মো. সিয়ান জাওয়াদ ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রাকিবুল ইসলামের দল ‘টিম স্কেচি ড্রাইভার’। ব্রোঞ্জ মেডেল পেয়েছে ‘টিম বেবি মাস্ক’। দলের সদস্যরা হলো নটর ডেম কলেজের ফারহান তাজওয়ার আহমেদ এবং ঢাকা সিটি কলেজের আবদুল্লাহ আল মাহমুদ। অন্যদিকে রোবো স্পোর্টস বিভাগে ব্রোঞ্জ মেডেল পেয়েছে স্যার জন উইলসন স্কুলের ওয়ামিয়া নায়ার এবং ডিপিএস এসটিএস স্কুলের জুনাইরা মাহতালাতের দল ‘টিম রোবো রিজ’। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশের জাতীয় পর্বের আয়োজকেরা জানিয়েছেন, প্রতিযোগিতায় নির্ধারিত নম্বর না পাওয়ার কারণে সব বিভাগে গোল্ড বা সিলভার মেডেল দেওয়া হয়নি। বিজয়ী দলগুলোকে নিয়ে শিগগিরই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। এরপর দলগুলোর দক্ষতা পর্যালোচনা করে সেরা চারটি দলকে পানামায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩’–এ অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের আইনস্টাইন হল মিলনায়তনে বিজয়ী দলগুলোকে পুরস্কার দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক কাজী হাসান বক্তব্য দেন।

উল্লেখ্য, ২০২৩ সালে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ জাতীয় পর্বের পৃষ্ঠপোষকতা করেছে অগমেডিক্স বাংলাদেশ। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হ্যাচ সেন্টারের সহযোগিতায় অলিম্পিয়াডটি আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।