টিকটকে ভিডিওর নির্দিষ্ট অংশ দ্রুত দেখার সুযোগ আসছে

টিকটকরয়টার্স

ভিডিওর নির্দিষ্ট অংশ দ্রুত দেখার সুযোগ দিতে ‘ভিডিও স্ক্র্যাবিং থাম্বনেইল’ সুবিধা চালু করছে টিকটক। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকে যেকোনো টিকটক ভিডিওর নির্দিষ্ট অংশ সহজেই দেখা যাবে। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। থাম্বনেইল নির্বাচন করলেই নির্দিষ্ট স্থান থেকে ভিডিও চালু হবে। ফলে আকারে বড় ভিডিও পছন্দের দৃশ্য থেকে দেখার সুযোগ মিলবে।

জানা গেছে, শুধু নতুন আপলোড করা ভিডিওতে ‘ভিডিও স্ক্র্যাবিং থাম্বনেইল’ সুবিধা পাওয়া যাবে। ফলে টিকটকে থাকা পুরোনো ভিডিওগুলো বর্তমানের মতোই দেখতে হবে। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করেছে টিকটক। কিছুদিনের মধ্যে পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

নতুন এ সুবিধা চালু হলে টিকটকে থাকা বড় ভিডিওগুলোর দর্শকসংখ্যা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। ফলে ইউটিউবের সঙ্গে বর্তমানের তুলনায় আরও ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে টিকটক।

সূত্র: টেক ক্র্যাঞ্চ