দুনিয়া মাতাতে এল ওয়াকম্যান

১৯৭৯ সালের ১ জুলাই সনির ওয়াকম্যান বাজারে আসার পরপরই ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০১০ সাল পর্যন্ত ক্যাসেটের ওয়াকম্যান বিক্রির পরিমাণ ২০ কোটি।

১৯৮৪ থেকে ১৯৯১ সালে তৈরি কয়েকটি ওয়াকম্যানউইকিপিডিয়া

১ জুলাই ১৬৪৬
গটফ্রিড লাইবনিজের জন্মদিন
জার্মান গণিতবিদ, উদ্ভাবক ও দার্শনিক গটফ্রিড ফিলহেম ফন লাইবনিজ ১৬৪৬ সালের ১ জুলাই জার্মানির লিপজিগে জন্মগ্রহণ করেন। ৭০ বছরের জীবনে তিনি গণিতের নানা বিষয়ে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। গণনাযন্ত্র বা ক্যালকুলেটর উদ্ভাবন ও তৈরি করে লাইবনিজ কম্পিউটারের আদি যুগে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। লিবনিজ ডিফারেন্সিয়াল ও ইনটেগ্রাল ক্যালকুলাসের আধুনিক কাঠামো তৈরি করে দিয়ে গেছেন।

গটফ্রিড ফিলহেম ফন লাইবনিজ
উইকিপিডিয়া

১৬৮৫ সালে লাইবনিজ পিনহুইল ক্যালকুলেটরের কথা বলেন। পরে তিনি লাইবনিজ হুইল তৈরি করেন। পাটিগণিতের হিসাব কষায় এটি ব্যবহৃত হতো। এটিই প্রথম যান্ত্রিক (মেকানিক্যাল) ক্যালকুলেটর। এরও পরে তিনি স্টেপ রেকোনার নামে যান্ত্রিক ক্যালকুলেটর উদ্ভাবন করেন। ১৬৭২ সালে উদ্ভাবন করে ১৭০০ সালে এটি নির্মাণ করেন। এই ‘লাইবনিজের যন্ত্র’ হিসেবে পরিচিত। এই ক্যালকুলেটর দিয়ে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করা যেত। পাশাপাশি বর্গমূলও বের করা যেত। এই যন্ত্রের দৈর্ঘ্য ছিল ২৬ ইঞ্চি।
১৭১৬ সালের ১৪ নভেম্বর গটফ্রিড লাইবনিজ মারা যান।

জার্মান জাদুঘরে রক্ষিত লাইবনিজের ক্যালকুলেটরের প্রতিলিপি
উইকিপিডিয়া

১ জুলাই ১৯৭৯
এল সনির ওয়াকম্যান
জিনসের বেল্টে ক্লিপ দিয়ে আঁটা ছোট্ট ক্যাসেট প্লেয়ার, কানে হেডফোন—গত শতকের আশির দশকে পথেঘাটে এমন দৃশ্য অনেককেই নস্টালজিয়ায় আক্রান্ত করবে। যেই যন্ত্র ঘিরে সেই সময়ের মাতামাতি সেটি জাপানের সনি করপোরেশনের তৈরি বহনযোগ্য অডিও ক্যাসেট প্লেয়ার ‘ওয়াকম্যান’। ১৯৭৯ সালের ১ জুলাই সনির ওয়াকম্যান বাজারে আসার পরপরই ব্যাপক জনপ্রিয়তা পায়। ওয়াকম্যান নাম এতই জনপ্রিয় হয়, পরবর্তী সময়ে বাজারে আসা বহনযোগ্য অন্য ক্যাসেট প্লেয়ার বোঝাতেও মানুষ ওয়াকম্যানই বলত।

সনির আসল ওয়াকম্যান। মডেল টিপিএস–এল২
সংগৃহীত

ফিতার ক্যাসেট চলত ওয়াকম্যানে। যন্ত্রটি চালাতে দুটি এএ আকারের ব্যাটারির (পেনসিল ব্যাটারি নামে পরিচিত) প্রয়োজন হতো। সনি পরবর্তী সময়ে ওয়াকম্যান তাদের বেশির ভাগ অডিও যন্ত্রের নামকরণে ওয়াকম্যান ব্র্যান্ডটি ব্যবহার করে। ড্যাট প্লেয়ার, মিনিডিস্ক প্লেয়ার–রেকর্ডার, সিডি প্লেয়ার (প্রথমে ছিল ডিস্কম্যান, পরে সিডি ওয়াকম্যান) ইত্যাদির সঙ্গে ওয়াকম্যান নামটা জুড়ে দেয় সনি।
ওয়াকম্যান গত শতাব্দীতে পৃথিবীজুড়ে একটি সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়। ডিজিটাল প্রযুক্তির অগ্রযাত্রায় ২০১০ সালে ক্যাসেটভিত্তিক ওয়াকম্যানের উৎপাদন বন্ধ করে দেয় সনি। তত দিনে সনির তৈরি ক্যাসেটের ওয়াকম্যানের বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি। সনির ওয়াকম্যান এখনো রয়েছে। ২০১১ সালে থেকে সনি শুধু ডিজিটাল প্লেয়ার।

বিটিসিএল

১ জুলাই ২০০৮
বিটিটিবি হলো বিটিসিএল
টেলিযোগাযোগের জন্য তৎকালীন ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) ২০০৮ সালের ১ জুলাই পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। নতুন নাম হয় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। সরকারি মালিকাধীন প্রতিষ্ঠান বিটিসিএল সারা দেশে টেলিফোন (ল্যান্ডফোন), ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে। এ ছাড়া আরও যেসব সেবা দিয়ে থাকে, সেগুলো হলো ডেটা ও ইন্টারেনট, ট্রান্সমিশন, ডোমেইন ও হোস্টিং, আলাপ (ইন্টারনেট প্রটোকল বা আইপিভিত্তিক ফোন কল করার অ্যাপ), আইপিসিএল, আইসিএক্স ও আইজিডব্লিউ। গত মে মাস পর্যন্ত হিসাবে  বিটিসিএলের টেলিফোন গ্রাহকসংখ্যা ৪ লাখ ৫৩ হাজার ৭৮৩। কল করার অ্যাপ আলাপের ব্যবহারকারীর সংখ্যা ১১ লাখ ৭২ হাজার।

বিটিসিএল ইন্টারনেট ঠিকানায় বাংলাদেশের পরিচায়ক ডোমেইন ডটবিডি (.bd) বরাদ্দকারী প্রতিষ্ঠান। এখন পর্যন্ত ডটবিডি ডোমেইনে ৩০ হাজার ২২০টি ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে ডটকম ডটবিডির (.com.bd) সংখ্যা ৩০২২০।