২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কৃত্রিম বুদ্ধিমত্তার লেখার সহকারী আনল গ্রামারলি

গ্রামারলির নতুন টুল

সম্প্রতি ব্যবহারকারীদের আধেয় (কনটেন্ট) তৈরি এবং তা সমৃদ্ধ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) টুল এনেছে ইংরেজি বানান ও ব্যাকরণগত ভুল শোধরানোর অ্যাপ গ্রামারলি। লেখার সহকারী (রাইটিং অ্যাসিস্ট্যান্ট) হিসেবে স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিতে সক্ষম এই টুলটির নাম ‘গ্রামারলিগো’। এটি ব্যবহারকারীদের ব্লগ পোস্ট, ই–মেইল ও অন্যান্য লেখা লিখতে সাহায্য করবে।

সাম্প্রতিক এক ব্লগ পোস্টে গ্রামারলি ঘোষণা দিয়েছে, গ্রামারলিগো নতুন কোনো লেখা লিখতে বা পুরোনো কোনো লেখা সংশোধন করতে পারবে। সেটি কোনো ব্লগ বা ই–মেইলের লেখাই হোক না কেন।

প্রতিষ্ঠানটির মতে, ব্যবহারকারীর লেখার ধরন শনাক্ত করে তাঁদের পছন্দের কণ্ঠস্বর ও পেশাদার ভূমিকা প্রতিষ্ঠার সুযোগ দেওয়ার মাধ্যমে গ্রামারলিগো ব্যবহারকারীকে স্বতন্ত্র অভিজ্ঞতা দেবে। এ ছাড়া এই টুল বিদ্যমান কর্মপ্রবাহ থেকে টেক্সট তৈরিতে ব্যবহারকারীদের সহায়তা দেবে, সংশোধনে সময় কমাবে এবং আরও গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারকারীকে মনোনিবেশ সক্ষম করে তুলবে।

এই টুল নির্দেশনা পেয়ে রূপরেখা তৈরি করতে, তাদের লেখা সমৃদ্ধ করতে, স্বরে সামঞ্জস্য আনতে, এমনকি টেক্সটের সম্পূর্ণ ব্লক তৈরি করতে ব্যবহারকারীকে সক্ষম করে তুলবে। এই টুলের কাজ অনেকটা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি বা গুগলের বার্ডের মতো। তবে এটি আরও বেশি উদ্দেশ্য সাধনের মনোভাব সমৃদ্ধ যা ই–মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্লগিং টুল হিসেবে লেখার প্ল্যাটফর্মে কাজ করে।

গ্রামারলির এই টুল বাজারজাত করার মানে হলো লেখার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং খসড়াগুলোর সংশোধনে সহায়তা করা। আপাতত বিনা মূল্যে ও কিনে ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি ব্যবসায়িক গ্রাহকদের জন্য গ্রামারলিগোর বেটা সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া