নির্দিষ্ট সময়ে নোটিফিকেশন দেখাবে না ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে কোয়াইট মোড সুবিধা
ইনস্টাগ্রাম

ঘরে বা বাইরে কাজ করার সময় ফোনে ইনস্টাগ্রাম চালু থাকে অনেকেরই। এ সময় ইনস্টাগ্রাম ব্যবহার না করলেও অন্যদের পাঠানো বিভিন্ন বার্তার বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন আসতে থাকে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটিতে। কিন্তু এ ধরনের নোটিফিকেশন ঘন ঘন এলে কাজে মনোযোগ দেওয়া যায় না। এ সমস্যা সমাধানে কোয়াইট মোড সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম।

আরও পড়ুন

কোয়াইট মোড সুবিধায় ব্যবহারকারীরা সময় নির্ধারণ করে দিলেই সেই সময়ের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো বার্তার নোটিফিকেশন দেখাবে না ইনস্টাগ্রাম। শুধু তা–ই নয়, ডাইরেক্ট মেসেজে (ডিএম) পাঠানো বার্তা লুকিয়ে রাখার পাশাপাশি প্রেরককে স্বয়ংক্রিয়ভাবে বার্তাও পাঠাবে ইনস্টাগ্রাম। ফলে অন্যরা জানতে পারবেন, যাকে বার্তা পাঠানো হয়েছে তিনি এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন।

আরও পড়ুন

ইনস্টাগ্রামের সেটিংস থেকে শিডিউল টাইম অপশনে প্রবেশ করে সহজেই কোয়াইট মোড সুবিধা ব্যবহার করা যাবে। এ সুবিধা চালু করলেই ব্যবহারকারীদের প্রোফাইলে কোয়াইট মোড বার্তা যুক্ত হবে। সময় শেষ হলে আবার নোটিফিকেশন দেখানোর পাশাপাশি কোয়াইট মোড চালু থাকা অবস্থায় আসা সব নোটিফিকেশন বা বার্তা দেখা যাবে।

আরও পড়ুন

এ সুবিধা চালুর ফলে ফোন ব্যবহারের আসক্তি কমিয়ে ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করা সম্ভব হবে বলে আশা করছে ইনস্টাগ্রাম। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডে বসবাসকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

সূত্র: মেইল অনলাইন