আমরা অনেকেই মনের ভুলে ভুল ব্যক্তি বা গ্রুপে বার্তা পাঠিয়ে থাকি। কখনো আবার বার্তা পাঠানোর পর মনে হয়, না পাঠালেই ভালো হতো। ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে নির্দিষ্ট সময় পরও পাঠানো বার্তা মুছে ফেলার সুযোগ মিলে থাকে হোয়াটসঅ্যাপে। ‘ডিলিট ফর এভরিওয়ান’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে বর্তমানে পাঠানোর ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড পরও নির্দিষ্ট বার্তা মুছে ফেলা যায়। কিন্তু অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীই সময় বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের মতে, ব্যস্ততার কারণে অনেক সময়ই নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানো বার্তা মুছে ফেলা সম্ভব হয় না। বিষয়টি মাথায় রেখে এবার ‘ডিলিট ফর এভরিওয়ান’ সুবিধার সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ।
নতুন এ পরিকল্পনার আওতায় পাঠানো বার্তা সর্বোচ্চ দুই দিন ১২ ঘণ্টা পর মুছে ফেলা যাবে। ফলে ব্যবহারকারীরা বার্তা মুছে ফেলার জন্য আগের তুলনায় বেশি সময় পাবেন। বার্তা মুছে যাওয়ার পর নোটিফিকেশনও পাঠাবে হোয়াটসঅ্যাপ। বর্তমানে নির্দিষ্টসংখ্যক আইওএস ব্যবহারকারীর ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সব ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।
২০১৮ সালে প্রথম ‘ডিলিট ফর এভরিওয়ান’ সুবিধা চালু করে হোয়াটসঅ্যাপ। শুরুতে এ সুবিধা কাজে লাগিয়ে সাত মিনিট পর্যন্ত বার্তা মুছে ফেলার সুযোগ মিলত।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া