ইউটিউব ভিডিওতে মেধাস্বত্বহীন কনটেন্টের ব্যবহার

ইউটিউব
সূত্র: রয়টার্স

শখের বসে ইউটিউবে ভিডিও দেন অনেকেই। কেউ আবার ভালো মানের ভিডিও তৈরি করে ইউটিউবের অর্থ প্রদান বা মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে আয়ও করছেন। ইউটিউবের নীতিমালা মেনে ভিডিওতে মেধাস্বত্বহীন গান বা সুর যোগ করতে অনেকেই সমস্যায় পড়েন।

কারণ, ইউটিউবের নীতিমালা অনুযায়ী অন্যের ভিডিও বা অডিও ব্যবহার করলেই আপনার ভিডিওকে পুনরায় ব্যবহার করা কনটেন্ট হিসেবে বিবেচনা করবে ইউটিউব। শুধু তা-ই নয়, ভিডিওগুলোর নির্মাতারাও আপনার চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। অন্যের মেধাস্বত্ব আছে, এমন কোনো ভিডিও আপলোড করলেই ইউটিউবের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ধরতে পারে। ফলে আপনার চ্যানেল মেধাস্বত্ব ভঙ্গের অভিযোগে বন্ধ হয়ে যেতে পারে।

চাইলে ইউটিউবের নীতিমালা মেনেই বিভিন্ন ওয়েবসাইট থেকে মেধাস্বত্বহীন আধেয় বা কনটেন্ট  (গান বা সুর) সংগ্রহ করে নিজেদের ভিডিওতে ব্যবহার করা যায়। নিচে মেধাস্বত্বহীন কনটেন্ট পাওয়ার কৌশল জেনে নেওয়া যাক।

ইউটিউব অডিও লাইব্রেরি

ভিডিওতে মেধাস্বত্বহীন গান বা সুর ব্যবহারের জন্য বেশির ভাগ কনটেন্ট নির্মাতাই ইউটিউব অডিও লাইব্রেরি ব্যবহার করেন। ইউটিউবের এ বিশাল লাইব্রেরিতে অসংখ্য গান ও সুর রয়েছে, যা ভিডিওতে বিনা মূল্যে ব্যবহার করা যায়। ইউটিউব অডিও লাইব্রেরি ব্যবহারের জন্য প্রথমে কম্পিউটারে ইউটিউব চালু করে ডান পাশের ওপরে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে।

এরপর প্রোফাইল অপশনে ক্লিক করে ইউটিউব স্টুডিও নির্বাচন করতে হবে। এবার অডিও লাইব্রেরি অপশনে ক্লিক করলেই বিভিন্ন ধরনের গান ও সুর পাওয়া যাবে। সাউন্ড ইফেক্টও রয়েছে ইউটিউব অডিও লাইব্রেরিতে। পছন্দের গান, সুর বা সাউন্ড ইফেক্ট নির্বাচন করে ডাউনলোড বাটনে ক্লিক করলেই সেটি কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে।

ফ্রি মিউজিক আর্কাইভ (এফএমএ)

freemusicarchive.org ঠিকানার এই ওয়েবসাইটে বিনা মূল্যে ক্ল্যাসিক্যাল রক, পপ, ফোক, ইনস্ট্রুমেন্টালসহ বিভিন্ন ধরনের গান ও সুর পাওয়া যায়। ফলে আপনি চাইলেই নিজের তৈরি ভিডিওতে প্রয়োজনীয় গান ও সুর যুক্ত করতে পারবেন। নামানোর  আগে প্লে বাটনে ক্লিক করে গান বা সুর শোনারও সুযোগ দিয়ে থাকে ওয়েবসাইটটি।

টিউনট্যাঙ্কডটকম

tunetank.com ঠিকানার ওয়েবসাইট থেকেও বিনা মূল্যে গান ও সুর ডাউনলোড করে ব্যবহার করা যায়। বিনা মূল্যে কনটেন্ট ব্যবহারের পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে জনপ্রিয় বিভিন্ন গান বা সুরও ব্যবহারের সুযোগও মিলে থাকে ওয়েবসাইটটিতে।