ফ্রিল্যান্সার ও প্রযুক্তি উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে ঢাকায় হয়ে গেল বিটপা সম্মেলন

সম্মেলনে নতুন ফ্রিল্যান্সার ও তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন সফল পেশাজীবীরাসংগৃহীত

তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন ফ্রিল্যান্সার ও প্রযুক্তি উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ বিটপা সম্মেলন। বাংলাদেশ আইটি প্রফেশনাল অ্যাসোসিয়েশন (বিটপা) আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে এক হাজারের বেশি তথ্যপ্রযুক্তি পেশাজীবী অংশ নেন। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আইটি প্রফেশনাল অ্যাসোসিয়েশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনব্যাপী এ সম্মেলনে নতুন ফ্রিল্যান্সার ও তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি দক্ষতা উন্নয়নে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) ইত্যাদি বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন সফল পেশাজীবীরা।

বিটপা সভাপতি মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, বিটপা সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে অনলাইন পেশাজীবীদের বিভিন্ন বিষয় নিয়ে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং নতুন ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা তৈরিতে সহায়তা করা।