আইফোনের জন্য ফোন লিংক অ্যাপ উন্মুক্ত করল মাইক্রোসফট

মাইক্রোসফটের ফোন লিংক অ্যাপমাইক্রোসফট

অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি এবার আইফোনও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে যুক্ত করা যাবে। ফলে আইফোনের আইমেসেজে আসা বার্তা বা বিজ্ঞপ্তি কম্পিউটার ও ল্যাপটপে দেখার সুযোগ মিলবে। নতুন এ সুবিধা দিতে আইফোনের জন্য নিজেদের ফোন লিংক অ্যাপের আইওএস সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট।

আরও পড়ুন

মাইক্রোসফটের তথ্যমতে, অ্যাপটি কাজে লাগিয়ে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপ ও কম্পিউটারের সঙ্গে আইফোন যুক্ত করা যাবে। তবে চাইলেই সব আইফোনে ফোন লিংক অ্যাপ ব্যবহার করা যাবে না। আইওএস ১৪ থেকে পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা আইফোনে ব্যবহার করা যাবে অ্যাপটি। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

আরও পড়ুন

মাইক্রোসফটের ফোন লিংক অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর থেকেই নামানো যাবে। অ্যাপটি চালুর পর উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ও ল্যাপটপের সঙ্গে ব্লু-টুথ প্রযুক্তির মাধ্যমে আইফোন যুক্ত করতে হবে। যুক্ত করার পর আইফোনের আসা সব বার্তা বা বিজ্ঞপ্তিগুলো ফোন লিংক অ্যাপের আইফোন অপশনে দেখা যাবে।
সূত্র: দ্য ভার্জ, গ্যাজেটস ৩৬০

আরও পড়ুন