এবার শ্রেণিকক্ষে চ্যাটজিপিটি

মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনে থাকা হালনাগাদ তথ্য ব্যবহার করতে পারবে চ্যাটজিপিটি
রয়টার্স

শ্রেণিকক্ষে চ্যাটজিপিটি ব্যবহারের জন্য ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি (এএসইউ)। বিশ্ববিদ্যালয়টিতে চ্যাটজিপিটির এন্টারপ্রাইজ সংস্করণ ব্যবহার করা হবে।

এএসইউ কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের জন্য ব্যবহারের সুযোগ বাড়ানো, উদ্ভাবন ও গবেষণা ত্বরান্বিত করা এবং সাংগঠনিক প্রক্রিয়াকে আরও সহজ করা—এই তিনটি প্রধান বিষয়ে জোর দেওয়ার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করা হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ ইনফরমেশন অফিসার কাইল বোয়েন বলেন, ‘আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের অনেকেই ইতিমধ্যে চ্যাটজিপিটি ব্যবহার করছেন। তবে এন্টারপ্রাইজ সুবিধা চালু হওয়ায় ব্যক্তিগত তথ্য নিয়ে তৈরি উদ্বেগের অবসান হয়েছে। যার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য চ্যাটজিপিটি এন্টারপ্রাইজ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।’

ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই চ্যাটজিপিটি ব্যবহার করা হয়েছে, এমন প্রকল্প শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া শুরু করবে বিশ্ববিদ্যালয়টি। আন্ডারগ্র্যাজুয়েট এডুকেশনের ভাইস প্রভোস্ট অ্যান জোনস বলেন, ‘অনেক অধ্যাপকই শ্রেণিকক্ষে এখন জেনারেটিভ এআই ব্যবহার করছেন। অনেক কোর্সের ক্লাসে লেখার মান উন্নত করার জন্য এআইয়ের সাহায্য নেওয়া হয়। এ ছাড়া মাল্টিমিডিয়া স্টোরি তৈরির জন্য সাংবাদিকতার ক্লাসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহৃত হয়। এএসইউর শিক্ষার্থীদের জন্য এআই চ্যাটবটকে তাঁদের ব্যক্তিগত শিক্ষক হিসেবে ব্যবহারের সুযোগ রয়েছে।

আমাদের বিশ্ববিদ্যালয় সমালোচনামূলক চিন্তাভাবনাকে সব সময় উৎসাহ দেয়। তাই আমরা কখনোই প্রযুক্তি থেকে নিজেদের দূরে রাখার কথা চিন্তা করি না। আমরা শিক্ষায় এই প্রযুক্তি ব্যবহারের জন্য উপযুক্ত শর্ত নির্ধারণ করতে সাহায্য করতে চাই৷’

বলা হচ্ছে, ওপেনএআই এই প্রথম কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীদারত্ব করল। পরবর্তী সময়ে আরও সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে আগ্রহী ওপেনএআই। সম্প্রতি পেনসিলভানিয়া স্টেট গভর্নমেন্টের সঙ্গেও একটি চুক্তি করেছে ওপেনএআই। এদিকে এর আগে গত বছর এআই অ্যাকসিলেটর প্রোগ্রাম চালু করেছিল এএসইউ।
সূত্র: দ্য ভার্জ