বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বিআইজিএফের সাক্ষাৎ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) চেয়ারপারসন হাসানুল হক ইনু। আজ সোমবার বিটিআরসি কার্যালয়ে যান তিনি। এ সময় বিআইজিএফের নির্বাহী কমিটির ভাইস চেয়ারপারসন এ এইচ এম বজলুর রহমান এবং মহাসচিব মোহাম্মদ আবদুল হক উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআইজিএফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা দেশের ইন্টারনেট গভর্নেন্স উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ বিআইজিএফ ছাড়াও টেকসই ইন্টারনেট গভর্নেন্স ব্যবস্থাপনা উন্নয়নে বিটিআরসির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় অংশ নেন বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান।