অ্যান্ড্রয়েড ফোনে নতুন সুবিধা পরখ করছে ইউটিউব
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন ও অন্য যন্ত্রের জন্য নতুন ভিডিও প্রগ্রেস বার এনেছে ইউটিউব। এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ইউটিউব ভিডিওতে লাল রঙের ভিডিও প্রগ্রেস বার দেখা যায়। নতুন নকশায় প্রগ্রেস বার আরও সরু হতে পারে।
গুগলের নাইন টু ফাইভ প্রতিবেদনে বলা হচ্ছে, নতুন নকশার ভিডিও প্রগ্রেস বার অ্যান্ড্রয়েডের কিছু ডার্ক থিম ব্যবহারকারীরা দেখতে পারছেন। নতুন প্রগ্রেস বার সাদা বা ধূসর রঙের। তবে ইউটিউবের কতসংখ্যক ভিডিওতে এমন প্রগ্রেস বার দেখা যাচ্ছে, সে সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
ইউজার ইন্টারফেসে ইউটিউব সম্প্রতি অনেক পরিবর্তন নিয়ে এসেছে। ভিডিও চালু অবস্থায় নির্দিষ্ট অংশ বড় (জুম) করে দেখার সুযোগ দিতে ‘পিনচ টু জুম’ সুবিধাসহ লাইক, সাবস্ক্রাইব বাটনে পরিবর্তন এনেছে ইউটিউব। এ ছাড়া গত বছরের নভেম্বরে ভিডিও নির্মাতাদের জন্য লাইভ কিউঅ্যান্ডএ (প্রশ্নোত্তর) সুবিধা চালু করে ইউটিউব।
নতুন এ সুবিধা চালুর ফলে লাইভ ভিডিওর সঞ্চালকেরা দর্শকের করা প্রশ্নগুলো আলাদা চ্যাট বক্সে দেখতে পারবেন এবং চ্যাট বক্সে থাকা প্রশ্নগুলো থেকে উত্তর দিতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া