গুগল প্লে স্টোরে থাকা অ্যাপের ত্রুটি ধরিয়ে দিলে আর অর্থ দেবে না গুগল

গুগল প্লে সিকিউরিটি রিওয়ার্ড প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে গুগলরয়টার্স

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা যাতে নিরাপদে অ্যাপ ব্যবহার করতে পারেন, সে জন্য গুগল প্লে স্টোরে প্রদর্শনের আগেই অ্যাপটি ক্ষতিকর কি না, তা যাচাই করে থাকে গুগল। কিন্তু গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে মাঝেমধ্যেই বিভিন্ন ক্ষতিকর অ্যাপ জায়গা করে নেয় গুগল প্লে স্টোরে। আর তাই বিভিন্ন অ্যাপে থাকা ত্রুটির সন্ধান পেতে ‘গুগল প্লে সিকিউরিটি রিওয়ার্ড প্রোগ্রাম’–এর আওতায় সাইবার নিরাপত্তা গবেষকদের পুরস্কার হিসেবে অর্থ দিয়ে থাকে গুগল। তবে চালুর সাত বছর পর হঠাৎ করেই এ কর্মসূচি বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্যমতে, ৩১ আগস্টের পর থেকে গুগল প্লে সিকিউরিটি রিওয়ার্ড প্রোগ্রামের আওতায় ত্রুটি শনাক্তের জন্য কোনো সাইবার গবেষককে অর্থ দেওয়া হবে না। অবশ্য এ সময়সীমায় যাঁরা ত্রুটি শনাক্ত করে জমা দেবেন, তাঁদের ত্রুটিগুলো বিবেচনা করা হবে। যাঁরা অর্থ পাওয়ার জন্য উপযুক্ত হিসেবে গণ্য হবেন, তাঁদেরকে সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে অর্থ দেওয়া হবে। গুগল ও অ্যান্ড্রয়েডের সার্বিক নিরাপত্তাব্যবস্থা উন্নত হওয়ায় রিওয়ার্ড প্রোগ্রাম বাতিল করা হচ্ছে। এখন আগের তুলনায় খুবই কমসংখ্যক ত্রুটি শনাক্ত করছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা।

২০১৭ সালে সাইবার নিরাপত্তা গবেষকদের ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য গুগল প্লে সিকিউরিটি রিওয়ার্ড প্রোগ্রাম চালু করে গুগল। এ কর্মসূচির আওতায় বিভিন্ন অ্যাপে থাকা নিরাপত্তাত্রুটি খুঁজে দিলেই ৫০০ থেকে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার দিত প্রতিষ্ঠানটি।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ