শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগে টিকটকের বিরুদ্ধে মামলা

শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে টিকটকের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগএএফপি

অভিভাবকদের অনুমতি ছাড়া ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে টিকটকের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। দেশটির ‘চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট (সিওপিপিএ)’ আইন লঙ্ঘনের দায়ে এ মামলা করা হয়েছে।

বর্তমানে বয়সের বিধিনিষেধ থাকলেও ১৩ বছরের কম বয়সী শিশুরা ‘কিডস’ মোডের মাধ্যমে টিকটকে প্রবেশ করতে পারে। শুধু তা–ই নয়, শিশুদের নিরাপত্তায় অ্যাকাউন্ট খোলার জন্য সম্মতিও দিতে হয় অভিভাবকদের। কিন্তু অভিভাবকদের অজান্তেই কিডস মোড ব্যবহারকারী শিশুদের তথ্য সংগ্রহ করছে টিকটক। এমনকি কিডস মোডে অ্যাকাউন্ট খোলার জন্য অভিভাবকের কাছে সম্মতির যে শর্ত রয়েছে, সেটি পূরণ না করার পাশাপাশি শিশুদের ব্যবহৃত যন্ত্রের আইপি ঠিকানাও সংগ্রহ করছে টিকটক কর্তৃপক্ষ। এর মাধ্যমে শিশুদের গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে।

আরও পড়ুন

টিকটকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে শিশুদের বয়স যাচাইপদ্ধতিতেও ত্রুটি রয়েছে বলে উল্লেখ করেছে দেশটির বিচার বিভাগ। সাধারণত ১৩ বছরের নিচে বয়স হলে ইনস্টাগ্রাম বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয়। কিন্তু টিকটকের ‘এজ আননোন’ সুবিধা কাজে লাগিয়ে ১৩ বছরের কম বয়সী অনেক শিশু টিকটক অ্যাকাউন্ট খুলেছে।

টিকটক নিষিদ্ধ করতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি বিল পাস হয়েছে। চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমটি গোপনে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য চীনে পাঠায় বলেও অভিযোগ করে থাকে যুক্তরাষ্ট্র।

সূত্র: দ্য ভার্জ