আইফোনে থাকা ছবির তথ্য কি অ্যাপল জানতে পারে
আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে থাকা ‘এনহ্যান্সড ভিজ্যুয়াল সার্চ’ সুবিধার তথ্য বিশ্লেষণের পদ্ধতি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এনহ্যান্সড ভিজ্যুয়াল সার্চ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলেই আইফোনে সংরক্ষণ করা ছবিতে থাকা বিভিন্ন স্থাপনা বা দর্শনীয় স্থানের বিস্তারিত তথ্য জানতে পারেন। তবে ছবিতে থাকা স্থাপনা বা দর্শনীয় স্থান শনাক্তের জন্য আইফোনে সংরক্ষণ করা ছবিগুলো ব্যবহারকারীদের অজান্তেই অ্যাপলের কাছে পাঠানো হতে পারে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি অ্যাপ নির্মাতা জেফ জনসন এক ব্লগ পোস্টে জানিয়েছেন, এনহ্যান্সড ভিজ্যুয়াল সার্চ সুবিধা চালু থাকলে আইফোনে থাকা ছবির বিষয়বস্তু বিশ্লেষণের জন্য অ্যাপলকে তথ্য পাঠায় আইফোন। এরপর মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে সেগুলো বিশ্লেষণ করে ছবিতে থাকা বিভিন্ন স্থাপনার অবস্থানসহ বিভিন্ন তথ্য প্রদর্শন করা হয়। এ প্রক্রিয়ায় ছবির কোনো অংশ অ্যাপলের কাছে পাঠানো হয় কি না, তা স্পষ্ট নয়।
এনহ্যান্সড ভিজ্যুয়াল সার্চ সুবিধার তথ্য আদান–প্রদানের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়ে জেফ জনসন বলেন, ‘যদি কোনো কাজ সম্পূর্ণভাবে যন্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটি ব্যক্তিগত। কিন্তু যন্ত্র থেকে কোনো তথ্য নির্মাতা প্রতিষ্ঠানের কাছে পাঠানো হলে তা আর পুরোপুরি ব্যক্তিগত থাকে না। ফলে সফটওয়্যারে কোনো ত্রুটি হলেই ব্যবহারকারীদের তথ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে।’
এনহ্যান্সড ভিজ্যুয়াল সার্চ সুবিধার তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া নিয়ে জেফ জনসনের উদ্বেগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল। তবে অ্যাপলের গবেষণা ব্লগে বলা হয়েছে, এনহ্যান্সড ভিজ্যুয়াল সার্চ সুবিধায় ফোন থেকে ছবির একটি ভেক্টর এম্বেডিং তৈরি করে অ্যাপলের কাছে পাঠানো হয়। অ্যাপল সেই তথ্য বিশ্লেষণ করে আইফোনে ফেরত পাঠায়। এরপর আইফোন সেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করে থাকে।
সূত্র: দ্য ভার্জ