ইউটিউবে আসছে ‘প্লে সামথিং’ বাটন, যে সুবিধা পাওয়া যাবে

ইউটিউবে নতুন সুবিধা আসছেরয়টার্স

শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না ও ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে। ভিডিও দেখার অভিজ্ঞতা উন্নত করতে ইউটিউব সাধারণত ব্যবহারকারীদের সার্চ ফলাফল এবং ইতিহাস পর্যালোচনা করে নতুন বা পুরোনো ভিডিওগুলো প্রদর্শন করে থাকে। তবে কখনো কখনো ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পেতে বেশ বেগ পেতে হয় অনেকের। এ সমস্যা সমাধানে ‘প্লে সামথিং’ নামের নতুন বাটন যুক্ত করতে যাচ্ছে ইউটিউব।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্লে সামথিং বাটনটির কার্যকারিতা পরীক্ষা করছে ইউটিউব। শিগগিরই ইউটিউব অ্যাপের নেভিগেশন বারের ঠিক ওপরে কালো পটভূমিতে সাদা টেক্সটসহ বাটনটি দেখা যেতে পারে। বাটনটিতে ক্লিক করলেই ইউটিউব শর্টস প্লেয়ারে বিভিন্ন বিষয়ের ভিডিও চালু হবে। ভিডিওগুলো চাইলে পোর্ট্রেট মোডেও দেখতে পারবেন ব্যবহারকারীরা। পোর্ট্রেট মোডে চালু হওয়া ভিডিওতে লাইক, ডিজলাইক, মন্তব্য এবং শেয়ার করার অপশন পাওয়া যাবে। তবে মিনি প্লেয়ার সক্রিয় থাকলে প্লে সামথিং বাটন কাজ করবে না।

আরও পড়ুন

নতুন এই সুবিধা কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে ইউটিউব বা গুগল আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তবে এরই মধ্যে সুবিধাটির কার্যকারিতা যাচাই করতে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন