এআইভিত্তিক স্পিচ ট্রান্সলেশন মডেল চালু করছে মেটা

সিমলেসএমফোরটি নামের স্পিচ ট্রান্সলেশন মডেল চালু করছে মেটামেটা

বার্তা, অডিও বা ভিডিও কল তাৎক্ষণিক অনুবাদ করে দেওয়ার জন্য স্পিচ ট্রান্সলেশন মডেল চালু করছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই মডেলের মাধ্যমে এক ভাষার লেখা ও বক্তব্য অন্য ভাষায় অনুবাদ করা যাবে। এর ফলে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভিন্ন ভাষাভাষীরা সহজেই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ইনস্টাগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ‘আজ আমরা সিমলেসএমফোরটি উন্মুক্ত করছি। এটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি মাল্টি মডেল। এর মাধ্যমে ভিন্ন ভাষাভাষীরা একে অপরের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন।’

মেটা জানিয়েছে, স্পিচ ট্রান্সলেশন মডেলটি শিগগিরই মেটার মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও থ্রেডসে যুক্ত করা হবে।

জানা গেছে, ১০০টি ভাষায় বার্তা অনুবাদ করতে পারে সিমলেসএমফোরটি। এর ফলে এক ভাষার বক্তব্য অন্য ভাষায় বার্তা আকারে (স্পিচ টু টেক্সট) পড়ার পাশাপাশি ৩৬টি ভাষার বক্তব্য অন্য ভাষায় অনুবাদ (স্পিচ টু স্পিচ) করে শোনা যাবে। শুধু তা–ই নয়, ১০০টি ভাষায় লেখা বার্তা অন্য ভাষায় পড়ারও (টেক্সট টু টেক্সট) সুযোগ মিলবে।

মেটার তথ্যমতে, সিমলেসএমফোরটিতে ব্যবহার করা হয়েছে নো ল্যাংগুয়েজ লেফট বিহাইন্ড বা (এনএলএলবি) মডেল। এ মডেল ২০০টি ভাষার মধ্যে এক ভাষার লেখা থেকে অন্য ভাষার লেখা অনুবাদ করতে পারে।