অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপে মাইক্রোফোন চালু থাকছিল, সমাধান কী এল

অ্যান্ড্রয়েড স্মার্টফোনরয়টার্স

গত মে মাসে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের এক প্রকৌশলী অভিযোগ করেছিলেন, ব্যবহার না করলেও গোপনে স্মার্টফোনের মাইক্রোফোন চালু করছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যক্তিগত বা গোপনীয় তথ্য সবার কাছে উন্মুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে প্রযুক্তিবিশ্বে শুরু হয় নানা আলোচনা। অভিযোগ অনুসন্ধান করে হোয়াটসঅ্যাপ জানিয়েছিল, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কারিগরি ত্রুটির কারণেই গোপনে চালু থাকছে ফোনের মাইক্রোফোন। হোয়াটসঅ্যাপের এ অভিযোগ পাওয়ার পর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা কারিগরি ত্রুটি শনাক্ত করে তা সমাধান করেছে গুগল।

আরও পড়ুন

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি ত্রুটির কারণে অ্যান্ড্রয়েড প্রাইভেসি ড্যাশবোর্ডে ভুল গোপনীয়তা সূচক ও বিজ্ঞপ্তি তৈরি হচ্ছিল। ফলে কিছুসংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ক্যামেরা চালু হয়ে যাচ্ছিল। এ সমস্যার সমাধান করা হয়েছে। সমস্যা সমাধানে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ ডাউনলোডের সময়ই ব্যবহারকারীদের কাছ থেকে স্মার্টফোনের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি নিয়ে নেয়। তবে অনেকেই হোয়াটসঅ্যাপে শুধু বার্তা বা ছবি আদান-প্রদান করেন। ফলে সব সময় মাইক্রোফোন ব্যবহারের প্রয়োজন হয় না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন