হ্যাকারদের এড়াতে হোয়াটসঅ্যাপে আইপি ঠিকানা গোপন রাখা যাবে
হোয়াটসঅ্যাপে বার্তা, ছবি বা ভিডিও আদান–প্রদানের পাশাপাশি নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। তবে হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কল করার সময় আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা পর্যালোচনা করে চাইলেই কলের অন্য প্রান্তে থাকা ব্যক্তিদের অবস্থানের তথ্য জানা যায়। আর তাই এ সুবিধা ব্যবহার করে অপরিচিত ব্যক্তিদের কল করে তাদের অবস্থানের ঠিকানা সংগ্রহ করে সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। এ সমস্যা সমাধানে ‘প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ নামের নিরাপত্তাসুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এ সুবিধা ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কল করার সময় নিজেদের অবস্থানের তথ্য গোপন রাখা যাবে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা শনাক্ত ও প্রকাশ করার প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে চালু না হলেও সম্প্রতি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএস বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস সুবিধা উন্মুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি অপশনে প্রবেশ করে অ্যাডভান্সড থেকে ‘প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ টগল চালু করলেই অডিও-ভিডিও কলের সময় যন্ত্রের আইপি ঠিকানা গোপন রাখা যাবে। এর ফলে হ্যাকাররা চাইলেও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আইপি ঠিকানা সংগ্রহ করে অবস্থানের তথ্য শনাক্ত করতে পারবে না।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, নতুন এ সুবিধায় অডিও-ভিডিও কলের তথ্য বর্তমানের মতোই অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন পদ্ধতিতে আদান-প্রদান করা হবে। ফলে ব্যবহারকারীদের তথ্য অন্য কেউ জানতে পারবেন না। প্রটেক্ট আইপি অ্যাড্রেস সুবিধায় হোয়াটসঅ্যাপ সার্ভারের মাধ্যমে কলগুলো এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে স্থানান্তর করার কারণে ব্যবহারকারীদের অবস্থান শনাক্ত করা খুবই কঠিন। তবে এ সুবিধা ব্যবহারের সময় অডিও-ভিডিও কলের মান কমে যেতে পারে। শিগগিরই সব ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস