প্রযুক্তির এই দিনে: ২৪ অক্টোবর
প্রথম আন্তমহাদেশীয় টেলিগ্রাফ লাইন চালু
১৮৬১ সালের ২৪ অক্টোবর প্রথমবারের মতো আন্তমহাদেশীয় টেলিগ্রাফ লাইন সম্পন্ন করে ওয়েস্টার্ন ইউনিয়ন। এর ফলে আমেরিকার পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূলে টেলিগ্রাম বা টেলিগ্রাফ বার্তা প্রেরণ সম্ভব হয়।
২৪ অক্টোবর ১৮৬১
প্রথম আন্তমহাদেশীয় টেলিগ্রাফ লাইন চালু
১৮৬১ সালের ২৪ অক্টোবর প্রথমবারের মতো আন্তমহাদেশীয় টেলিগ্রাফ লাইন সম্পন্ন করে ওয়েস্টার্ন ইউনিয়ন। এর ফলে উপকূল থেকে উপকূলে টেলিগ্রাম বা টেলিগ্রাফ বার্তা প্রেরণ সম্ভব হয় (ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের মান অনুযায়ী ছিল প্রযুক্তিটি)। সেই সময়ের এই যোগাযোগপ্রযুক্তির উন্নয়নের পথিকৃৎ হলেন টেলিগ্রাফের উদ্ভাবক স্যামুয়েল এফ বি মোর্স। আন্তমহাদেশীয় টেলিগ্রাফ লাইন চালু হওয়ার দুই দিন পর ১৮৬১ সালের ২৬ অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় ঘোড়ার মাধ্যমে ডাক বা বার্তা প্রেরণ প্রতিষ্ঠান দ্য পনি এক্সপ্রেসের কার্যক্রম।
সেই সময় যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল থেকে প্রথম আন্তমহাদেশীয় টেলিগ্রাফ লাইন ক্যালিফোর্নিয়ার ছোট একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়। সেই সংযোগ তার সল্ট লেক সিটি হয়ে ওমাহা, নেব্রাস্কা ও নেভাগার কারসন সিটির মধ্যে যুক্ত ছিল। এইটা তড়িৎ প্রকৌশল এবং যুক্তরাষ্ট্রের গড়ে ওঠার ক্ষেত্রে একটি মাইলফলক। বার্তা আদান–প্রদান অবিশ্বাস্য রকমের দ্রুতগতি পায় টেলিগ্রাফ লাইনের কারণে। ১৮৪১ সালে মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসনের মৃত্যুসংবাদ লস অ্যাঞ্জেলেসে পৌঁছাতে সময় লেগেছিল ১১০ দিন। ভাবা যায়!
২৪ অক্টোবর ১৯২২
‘বাইট’ শব্দের প্রবর্তক ওয়ার্নার বাখোজের জন্ম
আইবিএম ৭০১ ও স্ট্রেচ মডেল কম্পিউটার নির্মাণদলের সদস্য ছিলেন ওয়ার্নার বাখোজ। বাখোজ আট বিটের সমষ্টিকে প্রথমবারের বাইট হিসেবে অভিহিত করেন। এখন বাইট তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় পরিমাপ বা প্রকাশের এককে পরিণত হয়েছে। প্রথম বাইট শব্দটি ব্যবহার হয়েছে ৬ বিটের তথ্য ব্যবহার করার যন্ত্রপাতির ওপর। বাখোজ কয়েকটি বিটের সমষ্টিকেই বাই হিসেবে বর্ণনা করেছেন।
জার্মান–মার্কিন কম্পিউটারবিজ্ঞানী ওয়ার্নার বাখোজ ১৯২২ সালের ২৪ অক্টোবর জার্মানিতে জন্মগ্রহণ করেন। ইউরোপে বেড়ে ওঠার পর তিনি প্রথমে কানাডা, পরে যুক্তরাষ্ট্রে চলে আসেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আইবিএমে কাজ করেন। ১৯৫৬ সালের জুন মাসে তিনি ডিজিটাল তথ্যের একক হিসেবে ‘বাইট’ শব্দটি প্রবর্তন করেন। ১৯৯০ সালে কম্পিউটার পথিকৃৎ হিসেবে স্বীকৃতি দেয় ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারস। বাখোজ ২০১৯ সালের জুলাইয়ে মারা যান।
২৪ অক্টোবর ১৯৪৬
মহাকাশ থেকে তোলা পৃথিবীর প্রথম সাদা–কালো ছবি
মহাকাশে ৬৫ মাইল উচ্চতা থেকে জার্মানির ভি–২ মেইনাল রকেটের সাহায্যে প্রথমবারের মতো পৃথিবীর সাদা–কালো ছবি তোলা হয়। তবে ১৯৫০ সাল পর্যন্ত এই ছবি প্রকাশ করা হয়নি।