এল কল অব ডিউটির বহুল প্রতীক্ষিত নতুন গেম

কল অব ডিউটি: ব্ল্যাক অপস ৬অ্যাক্টিভিশন ব্লিজার্ড

কল অব ডিউটি সিরিজের নতুন গেম ‘কল অব ডিউটি: ব্ল্যাক অপস ৬’ উন্মুক্তের ঘোষণা দিয়েছে গেমটির প্রকাশক অ্যাক্টিভিশন ব্লিজার্ড। বিশ্বজুড়ে গেমারদের কাছে তুমুল জনপ্রিয় কল অব ডিউটির সব গেম। নতুন ব্ল্যাক অপস ৬ নিয়েও গেমারদের প্রতীক্ষা ছিল। গেমটি কম্পিউটারের পাশাপাশি এক্সবক্স ও প্লেস্টেশনেও খেলা যাবে। উপসাগরীয় যুদ্ধের পটভূমিতে তৈরি গেমটিতে মাল্টিপ্লেয়ার মোডে প্রতিদ্বন্দ্বিতা, জম্বি মোডে টিকে থাকা বা ক্যাম্পেইন মিশনে অংশ নেওয়ার মতো অভিজ্ঞতা পাওয়া যাবে।

কল অব ডিউটি সিরিজের নতুন গেমটিতে  ওমনিমুভমেন্ট, হিউম্যান শিল্ড ও হালনাগাদ স্নাইপার রাইফেল ব্যবহারের সুবিধা যুক্ত করা হয়েছে। ওমনিমুভমেন্ট সুবিধা যুক্তের গেম খেলার সময় আগের সংস্করণের তুলনায় দ্রুত সামনে-পেছনে বা যেকোনো দিকে দৌড়ানো ও গুলি করা যাবে। এমনকি আকাশ থেকেও গুলি করা যাবে। হিউম্যান শিল্ড সুবিধায় শত্রুকে সরাসরি মেরে ফেলার পরিবর্তে মানবঢাল হিসেবেও ব্যবহার করা যাবে। অপর দিকে শক্তিশালী স্নাইপার রাইফেল থাকায় দূর থেকে সহজেই শক্রকে গুলি করা যাবে।

কম্পিউটারে গেমটি খেলার জন্য ন্যূনতম এএমডি রাইজেন৫ ১৪০০, এএমডি রেডিয়ন আরএক্স ৪৭০ বা ইন্টেল কোর আই৫-৬৬০০ প্রসেসর প্রয়োজন হবে। এ ছাড়া কম্পিউটারে অবশ্যই এনভিডিয়া জিটিএক্স ৯৬০ গ্রাফিকস কার্ড থাকতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া