সিইএসে দেখা মিলবে এই প্রযুক্তিপণ্যগুলোর
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আগামীকাল (৯ জানুয়ারি) শুরু হচ্ছে ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় মেলা—কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। লাস ভেগাস কনভেনশন সেন্টারে শুরু হতে যাওয়া চার দিনের এ মেলা উদ্বোধনের আগেই নিজেদের তৈরি নতুন পণ্য ও প্রযুক্তি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শন করেছে বেশ কিছু প্রতিষ্ঠান। নতুন প্রযুক্তিপণ্যগুলো দেখে নেওয়া যাক।
এলজির ওএলইডি স্বচ্ছ স্মার্ট টেলিভিশন
সিইএস শুরুর আগেই নিজেদের তৈরি হালনাগাদ মডেলের স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট স্মার্ট টেলিভিশন প্রদর্শন করেছে এলজি। ‘ওএলইডি টি’ প্রযুক্তির পর্দাযুক্ত স্মার্ট টেলিভিশনগুলোয় উন্নত রেজল্যুশনের ভিডিও দেখার পাশাপাশি আবহাওয়া, সময়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যও দেখা যাবে। এ বছরের মাঝামাঝি সময়ে টেলিভিশনগুলোর বিক্রয় কার্যক্রম শুরু হবে।
স্যামসাংয়ের নতুন ডিসপ্লে প্রযুক্তি
সিইএস মেলায় নিজেদের তৈরি ‘অ্যান্টি-গ্লেয়ার’ ডিসপ্লে প্রযুক্তি আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তির পাশাপাশি নতুন ট্রান্সপারেন্ট মাইক্রো এলইডি প্রযুক্তিনির্ভর বিভিন্ন পণ্যও প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।
এআর প্রযুক্তির চশমা
এয়ার টু আলট্রা নামে নতুন মডেলের অগমেন্টেড রিয়েলিটি (এআর) চশমা আনার ঘোষণা দিয়েছে এক্স রিয়েল। অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির এই চশমায় ১০৮০ পিক্সেল রেজল্যুশনের পর্দা যুক্ত করা হয়েছে। পর্দাগুলোর রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় সহজেই ভালো মানের এআর প্রযুক্তির ছবি দেখা যাবে।
এসারের ত্রিমাত্রিক (থ্রিডি) ল্যাপটপ
অ্যাসপায়ার থ্রিডি ১৫ স্পেশাল ল্যাবস এডিশন মডেলের ত্রিমাত্রিক (থিডি) ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে এসার। বিশেষ ধরনের চশমা ছাড়াই সরাসরি ত্রিমাত্রিক ভিডিও দেখার সুযোগ মিলবে ল্যাপটপটিতে। অ্যাসপায়ার ভেরো ১৬ নামের নতুন কার্বন নিউট্রাল ল্যাপটপসহ বাঁকানো পর্দার ওএলইডি এবং মিনিএলইডি প্রযুক্তির মনিটরও আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস