অ্যাপল ম্যাপসে অবস্থানের তথ্য প্রকাশের অভিযোগ অস্বীকার করল অ্যাপল

অ্যাপল ম্যাপসরয়টার্স

নিরাপত্তা ত্রুটির কারণে অ্যাপল ম্যাপস ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই তাদের অবস্থানের তথ্য সংগ্রহ করা যাচ্ছে বলে সম্প্রতি সংবাদ প্রকাশ করেছিল প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাক ডটকম। প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের একটি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাপল ম্যাপস ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই তাদের অবস্থানের তথ্য সংগ্রহ করেছে। এ সময় আইওএস ১৬.২ সংস্করণ ব্যবহারকারীদের অবস্থান শনাক্তকরণ সুবিধা বন্ধ থাকলেও অ্যাপল ম্যাপসের মাধ্যমে ক্রেতাদের অবস্থান নিজেদের অ্যাপের মাধ্যমে জানতে পারে প্রতিষ্ঠানটি।

দীর্ঘদিন এ অভিযোগের বিষয়ে চুপ থাকলেও এবার অ্যাপল জানিয়েছে, অ্যাপল ম্যাপসে অবস্থানের তথ্য প্রকাশের অভিযোগ সঠিক নয়। আইফোন ব্যবহারকারীরাও নিরাপত্তা ঝুঁকিতে নেই।
অ্যাপল জানিয়েছে, অ্যাপল ম্যাপসের এই নিরাপত্তা ত্রুটি শুধু ম্যাকওএসের কিছু অ্যাপে ঝুঁকি তৈরি করতে পারলেও এরই মধ্যে সমস্যার সমাধান করা হয়েছে। এ জন্য হালনাগাদ আইওএস, আইপ্যাড ওএস, টিভিওএস এবং ওয়াচ ওএসও উন্মুক্ত করা হয়েছে।

অ্যাপলের তথ্যমতে, আইওএস ১৬.২ সংস্করণেও ত্রুটি সমাধান করা হয়েছে। ফলে অ্যাপল ম্যাপস ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই তাদের অবস্থানের তথ্য সংগ্রহ করা যাচ্ছে বলে ব্রাজিলের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের অভিযোগ ঠিক নয়। এ ত্রুটির কারণে আইওএস ১৬.২ সংস্করণে চলা আইফোন ব্যবহারকারীদের অনুমতি ছাড়া অবস্থান প্রকাশের কোনো আশঙ্কা নেই।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া