২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ছবির আকার বড় করে দেবে ফটোশপের এআই

ছবির আকার বড় করে দেবে ফটোশপের এআইরয়টার্স

অনলাইনে মেধাস্বত্বহীন ছবি পাওয়া গেলেও সেগুলোর আকার বেশ ছোট থাকে। ফলে সেগুলো চাইলেও বিভিন্ন কাজে ব্যবহার করা যায় না। এ সমস্যা সমাধানে ফটোশপে জেনারেটিভ ইমেজ নামের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) টুল চালু করছে অ্যাডোবি। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টুলটি বিষয়বস্তু, রং ও রেজ্যুলেশন পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে ছবির আকার বড় করতে পারে। ফলে আকারে ছোট ছবিগুলোও নিজেদের প্রয়োজনমতো পরিবর্তন করে ব্যবহার করা যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার টুলটি চালু হলে যেকোনো ছবির আকার স্বয়ংক্রিয়ভাবে বড় করা যাবে। এমনকি ক্রপ করা ছবিগুলোও আনুপাতিকভাবে বড় করার সুযোগ মিলবে। ব্যবহারকারীরা চাইলে ফটোশপের কনটেক্সচুয়াল টাস্কবারে থাকা জেনারেটিভ বাটনে ক্লিক করে ছবির ফাঁকা স্থানগুলোয় সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ছবি যুক্ত করতে পারবেন।

অ্যাডোবির তথ্যমতে, ছবির বিষয়বস্তু ও দৃশ্যের মধ্যে সামঞ্জস্য না থাকলে চাইলেই তা পরিবর্তন করে দেবে জেনারেটিভ ইমেজ টুলটি। এমনকি ছবির আকার বড় করার সময় নিজেদের কল্পনা অনুযায়ী নতুন দৃশ্যও যুক্ত করা যাবে। প্রাথমিকভাবে ফটোশপের বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য টুলটি উন্মুক্ত করা হয়েছে।
সূত্র: টেক ক্র্যান্চ