স্মার্টফোন থেকে পুরো ফোল্ডার তার ছাড়া পাঠানো যাবে কম্পিউটারে

নিয়ারবাই শেয়ার সুবিধা ব্যবহার করে পুরো ফোল্ডার পাঠানো যাবে কম্পিউটারেগুগল

নিয়ারবাই শেয়ার সুবিধা কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড–চালিত ফোন, ট্যাবলেট কম্পিউটার থেকে কম্পিউটারে তারের সংযোগ ছাড়াই ফাইল আদান-প্রদান করা যায়। শুধু তা–ই নয়, কম্পিউটার থেকেও অ্যান্ড্রয়েড–চালিত ফোন, ট্যাবলেট কম্পিউটারে ফাইল আদান-প্রদান করার সুযোগ মিলে থাকে। ফলে ব্যবহারকারী সহজেই দুটি যন্ত্রের মধ্যে ফাইল বিনিময় করতে পারেন। কিন্তু এ সুবিধা কাজে লাগিয়ে একসঙ্গে একাধিক ফাইল আদান-প্রদান করতে হলে বেশ সময়ের প্রয়োজন হয়। এ সমস্যা সমাধানে নিয়ারবাই শেয়ার অ্যাপের হালনাগাদ এনেছে গুগল। হালনাগাদ সংস্করণটি কাজে লাগিয়ে চাইলেই পুরো ফোল্ডার আদান–প্রদান করা যাবে। ফলে বারবার ফাইল পাঠানোর পরিবর্তে নির্দিষ্ট ফোল্ডারে থাকা সব ফাইল একসঙ্গে পাঠানো যাবে।

নতুন এ সুবিধা চালুর জন্য অবশ্যই নিয়ারবাই শেয়ার অ্যাপের হালনাগাদ সংস্করণ উভয় যন্ত্রে ইনস্টল করা থাকতে হবে। স্মার্টফোন থেকে সহজে এ সুবিধা ব্যবহারের জন্য ফাইলস অ্যাপে নতুন ট্যাবও যুক্ত করেছে গুগল। ট্যাবটিতে ক্লিক করে যেকোনো ফাইল নির্বাচন করে নিয়ারবাই শেয়ার অ্যাপের মাধ্যমে কম্পিউটারে পাঠানো যাবে।

উল্লেখ্য, অ্যান্ড্রয়েড স্মার্টফোন, উইন্ডোজ ১০ থেকে পরবর্তী সব অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে নিয়ারবাই শেয়ার সুবিধা ব্যবহার করা যায়। ওয়াই-ফাই ও ব্লু-টুথ অপশন কাজে লাগিয়েই মূলত দুটি যন্ত্রে ফাইল আদান-প্রদান করে থাকে নিয়ারবাই শেয়ার অ্যাপটি। এ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ১৬ ফুট দূরে থাকা ফোন বা কম্পিউটারে ফাইল আদান-প্রদান করা সম্ভব।
সূত্র: গ্যাজেটস নাউ