বাজার–বিশ্লেষকদের ধারণাকে সত্যি করে ‘কানেক্ট’ সম্মেলনে কোয়েস্ট থ্রি হেডসেট, স্মার্ট গ্লাসসহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন প্রযুক্তি আনার ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ১১টার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রে মেটার সদর দপ্তরে শুরু হওয়া এ সম্মেলনে নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। দুই দিনের এ সম্মেলনের শুরুতেই মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ স্বাগত বক্তব্য দেন। এরপর জাকারবার্গের নেতৃত্বে মেটার শীর্ষস্থানীয় কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সম্মেলনে ঘোষণা দেওয়া উল্লেখযোগ্য পণ্য ও প্রযুক্তিগুলো দেখে নেওয়া যাক—
কোয়েস্ট থ্রি
কানেক্ট সম্মেলনের শুরুতেই বহুল প্রতীক্ষিত ‘কোয়েস্ট থ্রি’ হেডসেটের ঘোষণা দেওয়া হয়। মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেটটি প্রদর্শন করে মার্ক জাকারবার্গ জানান, কোয়েস্ট থ্রি হেডসেট অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং ডিজিটাল জগতের মধ্যে সংযোগ তৈরি করবে। মিক্সড রিয়েলিটি প্রযুক্তি সমর্থন করায় এই হেডসেট পরে ভার্চ্যুয়াল দুনিয়ার বিভিন্ন বস্তু বা ছবি চারপাশে দেখা যাবে। শুধু তা–ই নয়, ঘরের যেকোনো স্থানকেই বড় আকারের ভার্চ্যুয়াল পর্দা বানিয়ে পছন্দের গেম খেলা যাবে।
মেটার দাবি, কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্সআরটু জেন টু চিপযুক্ত কোয়েস্ট থ্রি হেডসেট আগের সংস্করণের হেডসেটের তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করার পাশাপাশি উচ্চ রেজুলেশনে ছবি বা ভিডিও প্রদর্শন করতে পারে। তবে রিফ্রেশ রেট রয়েছে আগের মতোই, ৯০ হার্টজ। ডিসেম্বর মাসে কোয়েস্ট থ্রি হেডসেটে এক্সবক্স ক্লাউড গেমিং খেলার পাশাপাশি মাইক্রোসফট ৩৬৫ অ্যাপও ব্যবহার করা যাবে। ১০ অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে হেডসেটটি। ১২৮ গিগাবাইট সংস্করণের হেডসেটটি কিনতে গুনতে হবে ৫০০ মার্কিন ডলার।
স্মার্ট চশমা
সম্মেলনে নিজেদের তৈরি দ্বিতীয় প্রজন্মের স্মার্ট চশমা ‘রে-ব্যান মেটা স্মার্ট গ্লাস’ আনার ঘোষণা দিয়েছে মেটা। রে-ব্যানের সঙ্গে যৌথ অংশীদারত্বে তৈরি করা এ স্মার্ট চশমায় ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে, যা দিয়ে ছবি তোলার পাশাপাশি ১০৮০ পিক্সেল রেজল্যুশনে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও ধারণ করা যাবে। ৩২ গিগাবাইট ধারণক্ষমতার স্মার্ট চশমাটি ব্যবহার করে ইনস্টাগ্রাম ও ফেসবুকে সরাসরি ভিডিও সম্প্রচার করারও সুযোগ মিলবে। মাইক্রোফোন ও স্পিকারযুক্ত স্মার্ট চশমাটি ১৭ অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে। সংস্করণভেদে স্মার্ট চশমাটির দাম ২৯৯, ৩২৯ ও ৩৭৯ মার্কিন ডলার।
এআই চ্যাটবট
মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্তের পর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে মেটা। এরই ধারাবাহিকতায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এআই চ্যাটবট বা ভার্চ্যুয়াল সহকারীর পাশাপাশি বেশ কিছু সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মেটা। ‘মেটা এআই’ নামের জেনারেটিভ এআই সহকারী চ্যাটবটটি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রামসহ মেটার তৈরি বিভিন্ন প্রযুক্তিপণ্যে ব্যবহার করা যাবে। মানুষের সঙ্গে কথোপকথনের আদলেই চ্যাটবটটির সঙ্গে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে মেটা। ‘এললামা টু’ প্রযুক্তি সুবিধার চ্যাটবটটি বিভিন্ন প্রশ্নের উত্তর জানানোর পাশাপাশি বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেট থেকে তাৎক্ষণিক তথ্য খুঁজে দিতে পারে।
ইনস্টাগ্রামে এআই দিয়ে ছবি সম্পাদনা
ইনস্টাগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি সম্পাদনার সুযোগ দিতে ‘রিস্টাইল’ এবং ‘ব্যাকড্রপ’ নামের দুটি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মেটা। ইমএমইউ প্রযুক্তিযুক্ত এসব সুবিধা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে যেকোনো ছবি সম্পাদনার পাশাপাশি সেটির পটভূমিও পরিবর্তন করা যাবে। এর ফলে ইনস্টাগ্রামে পুরোনো ছবির মান উন্নয়ন করে প্রকাশ করা যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা স্টিকার
সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা আদান-প্রদানের জন্য অনেকেই বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করেন। আর তাই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তির স্টিকার আনার ঘোষণা দিয়েছে মেটা। ব্যবহারকারীদের লিখিত প্রম্পট থেকে সহজেই পছন্দের স্টিকার তৈরি করে দেবে এই স্টিকার। ‘এললামা টু’ এবং ‘ইএমইউ’ প্রযুক্তিসুবিধার স্টিকারগুলো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরিজে ব্যবহার করা যাবে।
সূত্র: মেটা