হোয়াটসঅ্যাপের অডিও-ভিডিও কলে নতুন যে সুবিধা পাওয়া যাবে
হোয়াটসঅ্যাপে বার্তা, ছবি বা ভিডিও আদান-প্রদানের পাশাপাশি নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। তবে হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কল করার সময় আইপি (ইন্টারনেট প্রোটোকল) ঠিকানা পর্যালোচনা করে চাইলেই ব্যবহারকারীদের অবস্থানের তথ্য জানা সম্ভব। এর ফলে ব্যক্তিগত তথ্য অন্যদের কাছে প্রকাশ হওয়ার পাশাপাশি সাইবার হামলার শঙ্কাও থাকে। এই সমস্যা সমাধানে অডিও-ভিডিও কলের সময় ব্যবহারকারীদের আইপি ঠিকানা গোপন রাখতে নতুন নিরাপত্তা সুবিধা চালু করতে যাচ্ছে মেটার মালিকানাধীন অ্যাপটি।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো বলছে, অডিও-ভিডিও কলে নতুন নিরাপত্তা সুবিধা চালুর জন্য কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে হোয়াটসঅ্যাপের বেটা ২.২৩.১৮.১৫ সংস্করণে এই সুবিধা পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয়েছে। নতুন এই সুবিধা চালু থাকা অবস্থায় অডিও-ভিডিও কল করা ব্যক্তিদের যন্ত্রের আইপি ঠিকানা হোয়াটসঅ্যাপ সংগ্রহ করলেও অন্যরা তা জানতে পারবেন না। এর ফলে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করা কঠিন হবে।
নতুন এই নিরাপত্তা সুবিধা ব্যবহারের জন্য বাড়তি কোনো ঝামেলা করতে হবে না। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি কল সেটিংস অপশন থেকে এই সুবিধা একবার চালু করলেই পরবর্তী সময়ে করা সব অডিও-ভিডিও কলের আইপি ঠিকানা গোপন রাখা হবে। ফলে বারবার সেটিংস পরিবর্তন করতে হবে না। তবে নতুন এই সুবিধার কারণে অডিও-ভিডিও কলের মান কমে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকে। হোয়াটসঅ্যাপ।
সূত্র: নিউজ১৮ডটকম