অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নতুন যে ৫ সুবিধা ব্যবহার করা যাবে

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বেশ কিছু নতুন সুবিধা পাওয়া যাবেছবি: রয়টার্স

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের জন্য নতুন পাঁচটি সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। এসব সুবিধা কাজে লাগিয়ে মেসেজেস অ্যাপে পাঠানো বার্তা সম্পাদনার পাশাপাশি ফোনের সাহায্যেই গাড়ি চালু, লক ও আনলক করা যাবে। আসতে যাওয়া নতুন সুবিধাগুলো দেখে নেওয়া যাক।

মেসেজেস অ্যাপে বার্তা সম্পাদনা

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে খুদে বার্তা আদান-প্রদানের জন্য গুগলের মেসেজেস অ্যাপ খুবই জনপ্রিয়। কিন্তু মনের ভুলে বা ব্যস্ততার কারণে পাঠানো বার্তায় বানান ভুল হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যায়। ফলে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন অনেকে। এ সমস্যা সমাধানে মেসেজেস অ্যাপে পাঠানো বার্তা সম্পাদনা করার সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। তবে মন চাইলেই যেকোনো সময় পাঠানো বার্তার তথ্য পরিবর্তন করা যাবে না। বার্তা পাঠানোর ১৫ মিনিটের মধ্যে সম্পাদনা করতে হবে।

ইনস্ট্যান্ট হটস্পট

নতুন এ সুবিধাটি খুব শিগগিরই অ্যান্ড্রয়েড ফোনে যুক্ত হবে। এ সুবিধা কাজে লাগিয়ে মাত্র একটি ট্যাপের মাধ্যমে ফোনের হটস্পটে অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও ক্রোমবুক যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।

হালনাগাদ গুগল হোম ফেভারিট উইজেট

হালনাগাদ গুগল হোম ফেভারিট উইজেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা তাঁদের ফোনের স্ক্রিনে সহজেই গুগল হোম ফেভারিট উইজেট যুক্ত করতে পারবেন। এর ফলে গুগল হোম অ্যাপ চালু না করে ফোনের পর্দা থেকেই সহজে স্মার্ট হোম যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে।

ডিজিটাল কার কি

ডিজিটাল কার কি সেবার পরিধি বাড়াচ্ছে গুগল। খুবই শিগগিরই এ সুবিধাটি মার্সিডিজ বেঞ্জ ও পোলেস্টার গাড়িতে ব্যবহার করা যাবে। ডিজিটাল কার কি ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যেই গাড়ি চালু, লক ও আনলক করা যাবে।

নতুন ইমোজি

অ্যান্ড্রয়েড ফোনের জিবোর্ডে আরও নতুন ইমোজি যোগ করছে গুগল। ইমোজি কিচেনে আরও নতুন কম্বিনেশন ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

সূত্র: টেকলুসিভ ডটকম