প্রযুক্তির এই দিনে: ৫ জানুয়ারি
১ মেগাবিটের প্রথম মেমোরি চিপের ঘোষণা দেয় হিটাচি
১০ লাখ অক্ষর বা ১ মেগাবিট তথ্য ধারণ করতে পারে, পৃথিবীর প্রথম এমন মেমোরি চিপ তৈরি করার ঘোষণা দেয় জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান হিটাচি।
৫ জানুয়ারি ১৯৮৪
১ মেগাবিটের প্রথম মেমোরি চিপের ঘোষণা দেয় হিটাচি
১০ লাখ অক্ষর বা ১ মেগাবিট তথ্য ধারণ করতে পারে, পৃথিবীর প্রথম এমন মেমোরি চিপ তৈরি করার ঘোষণা দেয় জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান হিটাচি। সেই সময়ে সবচেয়ে জনপ্রিয় মেমোরি চিপের ধারণক্ষমতা ছিল ৬৪ কিলোবিট বা ৬৪ হাজার অক্ষর। কয়েকটি সেমিকন্ডাক্টর কোম্পানি ২৫৬ কিলোবিটের চিপ বাজারে ছেড়েছিল। সবাইকে ছাপিয়ে হিটাচি তৈরি করে ১ মেগাবিট, অর্থাৎ ১ হাজার কিলোবিট ধারণক্ষমতার মেমোরি চিপ। একটি সংবাদপত্রের সাড়ে ছয় পৃষ্ঠায় যত তথ্য ছাপা হয়, তা এই চিপে এঁটে যায়।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
৫ জানুয়ারি ১৯৬২
সিমুলেশন প্রোগ্রামিং ভাষা সিমুলা লেখা হলো
সিমুলেশন প্রোগ্রাম তৈরির ভাষা সিমুলা লেখা হয়। প্রথম দিককার এই অবজেক্ট–ওরিয়েন্টেড ভাষা লেখেন অসলোর নরওয়েজিয়ান কম্পিউটার সেন্টারের ক্রিস্টেন নাইগার্ড এবং ওলে–জন ডাল। সিমুলা তথ্য ও নির্দেশনা অবজেক্ট নামের ব্লকে ভাগ করে রাখতে পারত। প্রতিটি গ্রুপ আলাদা আলাদা সিমুলেশনের কাজ করতে পারত।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি