২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ট্রাম্পের জয়ের পর ইলন মাস্কের সম্পদ বাড়ল ২৬ বিলিয়ন মার্কিন ডলার, কীভাবে

ইলন মাস্কএএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সংবাদ প্রচারের এক দিনের মাথায় এক্স, টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের মালিক ইলন মাস্কের সম্পদ বেড়েছে ২৬ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার বা ২ হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার। অর্থাৎ এক দিনেই বাংলাদেশের মোট রিজার্ভের চেয়েও বেশি অর্থ আয় করেছেন পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্ক।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর পরই পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম ১৫ শতাংশ বেড়েছে। এর ফলে এক দিনেই ইলন মাস্কের মোট সম্পদমূল্য বেড়েছে ২ হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার। ব্লুমবার্গের বিলিওনিয়ারস ইনডেক্সের তথ্য মতে, শেয়ারের দাম বাড়ার ফলে ইলন মাস্কের বর্তমান মোট সম্পদমূল্যের পরিমাণ প্রায় ২৯০ বিলিয়ন মার্কিন ডলার বা ২৯ হাজার কোটি মার্কিন ডলার।

আরও পড়ুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সমর্থন করার পাশাপাশি নির্বাচনী প্রচারের জন্য ১৩ কোটি মার্কিন ডলার অনুদানও দিয়েছেন ইলন মাস্ক। শুধু তাই নয়, ট্রাম্পের হয়ে প্রচারাভিযানে অংশ নেওয়ার পাশাপাশি নিজের মালিকানাধীন এক্সে ব্যাপক প্রচারণা চালিয়েছেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন